উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

¤ পর্দাশীল নারী ¤

¤ পর্দাশীল নারী ¤
রমাদ্বানের আগে আমার এক আপুর বিয়ে ঠিক হলোঈদের পর বিয়ে পাত্র একজন ব্যবসায়ীতো বিয়ের কথাবার্তা পাকাপোক্ত হওয়ার পরদিন রাতেই পাত্র আপুর মোবাইলে ফোন দিলেনকুশলাদি জিজ্ঞেস করলেন এরপর দিন রাতে আবার ফোনআপু বললেন, " এখনও বিয়ে হয়নি, ফোনে বেশি কথা বলা কি ঠিক? আমি আল্লাহকে ভয় করি কয়েকটা দিনই তো! ওয়েট করেন" পাত্র হাসলেনপরদিন আবার ফোন আপু ফোন ধরছেন নাবেশ কয়েকবার ফোন দেওয়ার পর আপু ফোন ধরলেনপাত্র সাহেব আপুকে রেস্টুরেন্টে দেখা করার প্রস্তাব দিলেন "আপনি তো আমাকে দেখেছেনইআর কদিন পর তো বিয়েই কয়েকটা দিন ওয়েট করেন" বললেন আপু পাত্র সাহেব রেগে আগুনবিয়ে ভেঙ্গে দেবার হুমকি দিলেনকিন্তু আপু অটলএখন আপু নিজেই বিয়েতে রাজি হচ্ছেন না আপুর এক কথা, "বিয়ের আগে কথা বলার জন্য যে লোক এত উদগ্রীব হয়, দেখা করার জন্য প্রেসার দেয়, এমন চরিত্রের কাউকে আমি বিয়ে করবো না" এটা মুগ্ধ হওয়ার মতই একটা ব্যাপার এই সমাজে হাজার হাজার ছেলে মেয়ে প্রেম করেএমনকি নিজেদের "ইসলামী মাইন্ডেড"দাবি করা অনেক ছেলেমেয়েও বিয়ের কথাবার্তা পাকাপোক্ত হওয়া মাত্রই কন্ট্যাক্ট শুরু করে (যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ) আর এই সমাজেই আমাদের এই বোন যে ঈমানী দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার আলহামদুলিল্লাহ,এমন মুসলিম আছেন বলেই, আমরা "মুসলিম" পরিচয় দিতে গর্ববোধ করিমহান আল্লাহ সুবহানাহু ওয়া- তা'আলা এই বোনকে উত্তম স্বামীর ব্যবস্থা করে দিন

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন