সাহিত্য

বৃষ্টি বিলাস-২

বৃষ্টি বিলাস-২
1521837_574926152595661_1189959038_n আমার একলা আকাশ বলতেই কেন জানি সীমাবদ্ধতা আবিস্কার হয়! অথচ আকাশ কে কি কখনো সীমা দিয়ে আটকানো যায়? কেন ভাব,কেমন করে ভাবে? আমার আকাশ মানেই সীমাবদ্ধ এক জগত! *** মেঘলা হয়ে আসে আমার আকাশ,কখনো বা রোদেলা এক পশলা বৃষ্টি আর কখনো বা ঝড় অনাবিল প্রশান্তির যে বাতাস এখানে বয়ে যায় তার ছোঁয়া,স্নিগ্ধতা কেমন করে বুঝাই, তবুও কেন ভাবে আমার আকাশ সীমাবদ্ধ! *** যখনই আমার আকাশে মেঘ জমে আমি চোখ বুজে নিঃশ্বাস নেই অনুভব করি প্রশান্তির সুখ কত দূরে আছে আমার নাগালের কতোটা বাহিরে! আমি সীমাহীনতার সুখ খুঁজে পাই নতুন করে নিজেকে খুঁজে পাই! তবু কি করে হয় আমার আকাশ সীমাবদ্ধ বুঝে না পাই...! *** বর্ষা এসেছে,আষাঢ় ঢলে সব পাতা ভিজেছে তবে কেন জানি আমার নূপুরে ছন্দ হয়ে বাজেনি আমার চূড়ির রিনিঝিনি সুরে ঢেউ তুলেনি আমি শুনতে পাইনি নিবিড় সুরতান! আষাঢ় ঢলে এবার জাগেনি পুরনো গীতবিতান! *** বৃষ্টি নামে এখানে খুব যেনো ভেবে চিন্তে! কি এতো ভাবে সে?! অধীরতার মানে কি বুঝে না? নাকি সহন সীমা আড় চোখে দেখা শেষ হয় না! *** নাহ,কি এক খেলা যে খেলছে বৃষ্টি কে জানে! অঝোর শ্রাবণের প্রতিক্ষা বুঝি শুরু করতেই হবে এখন থেকে,অধীর আগ্রহ নিয়ে, শ্রাবণের বৃষ্টি কানায় কানায় পূর্ণ করবে আমার আকাশের মেঘ সাজ! *** মেঘলা আকাশ হাসবে শ্রাবণের সাথে এই ভেবেই পাই আশ্বাস! আমি আবারো চোখ বুজি শ্রাবণের সাথে সুর বুনি!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)