আমার একলা আকাশ বলতেই
কেন জানি সীমাবদ্ধতা আবিস্কার হয়!
অথচ আকাশ কে কি কখনো সীমা দিয়ে আটকানো যায়?
কেন ভাব,কেমন করে ভাবে?
আমার আকাশ মানেই সীমাবদ্ধ এক জগত!
***
মেঘলা হয়ে আসে আমার আকাশ,কখনো বা রোদেলা
এক পশলা বৃষ্টি আর কখনো বা ঝড়
অনাবিল প্রশান্তির যে বাতাস এখানে বয়ে যায়
তার ছোঁয়া,স্নিগ্ধতা কেমন করে বুঝাই,
তবুও কেন ভাবে আমার আকাশ সীমাবদ্ধ!
***
যখনই আমার আকাশে মেঘ জমে
আমি চোখ বুজে নিঃশ্বাস নেই
অনুভব করি প্রশান্তির সুখ কত দূরে আছে
আমার নাগালের কতোটা বাহিরে!
আমি সীমাহীনতার সুখ খুঁজে পাই
নতুন করে নিজেকে খুঁজে পাই!
তবু কি করে হয় আমার আকাশ সীমাবদ্ধ
বুঝে না পাই...!
***
বর্ষা এসেছে,আষাঢ় ঢলে সব পাতা ভিজেছে
তবে কেন জানি আমার নূপুরে ছন্দ হয়ে বাজেনি
আমার চূড়ির রিনিঝিনি সুরে ঢেউ তুলেনি
আমি শুনতে পাইনি নিবিড় সুরতান!
আষাঢ় ঢলে এবার জাগেনি পুরনো গীতবিতান!
***
বৃষ্টি নামে এখানে খুব যেনো ভেবে চিন্তে!
কি এতো ভাবে সে?!
অধীরতার মানে কি বুঝে না?
নাকি সহন সীমা আড় চোখে দেখা শেষ হয় না!
***
নাহ,কি এক খেলা যে খেলছে বৃষ্টি কে জানে!
অঝোর শ্রাবণের প্রতিক্ষা বুঝি শুরু করতেই হবে
এখন থেকে,অধীর আগ্রহ নিয়ে,
শ্রাবণের বৃষ্টি কানায় কানায় পূর্ণ করবে
আমার আকাশের মেঘ সাজ!
***
মেঘলা আকাশ হাসবে শ্রাবণের সাথে
এই ভেবেই পাই আশ্বাস!
আমি আবারো চোখ বুজি
শ্রাবণের সাথে সুর বুনি!
সাহিত্য
বৃষ্টি বিলাস-২
ব্লগটি লিখেছেন: শুকনোপাতা
| ২১ জুন ২০১৪
আমার একলা আকাশ বলতেই
কেন জানি সীমাবদ্ধতা আবিস্কার হয়!
অথচ আকাশ কে কি কখনো সীমা দিয়ে আটকানো যায়?
কেন ভাব,কেমন করে ভাবে?
আমার আকাশ মানেই সীমাবদ্ধ এক জগত!
***
মেঘলা হয়ে আসে আমার আকাশ,কখনো বা রোদেলা
এক পশলা বৃষ্টি আর কখনো বা ঝড়
অনাবিল প্রশান্তির যে বাতাস এখানে বয়ে যায়
তার ছোঁয়া,স্নিগ্ধতা কেমন করে বুঝাই,
তবুও কেন ভাবে আমার আকাশ সীমাবদ্ধ!
***
যখনই আমার আকাশে মেঘ জমে
আমি চোখ বুজে নিঃশ্বাস নেই
অনুভব করি প্রশান্তির সুখ কত দূরে আছে
আমার নাগালের কতোটা বাহিরে!
আমি সীমাহীনতার সুখ খুঁজে পাই
নতুন করে নিজেকে খুঁজে পাই!
তবু কি করে হয় আমার আকাশ সীমাবদ্ধ
বুঝে না পাই...!
***
বর্ষা এসেছে,আষাঢ় ঢলে সব পাতা ভিজেছে
তবে কেন জানি আমার নূপুরে ছন্দ হয়ে বাজেনি
আমার চূড়ির রিনিঝিনি সুরে ঢেউ তুলেনি
আমি শুনতে পাইনি নিবিড় সুরতান!
আষাঢ় ঢলে এবার জাগেনি পুরনো গীতবিতান!
***
বৃষ্টি নামে এখানে খুব যেনো ভেবে চিন্তে!
কি এতো ভাবে সে?!
অধীরতার মানে কি বুঝে না?
নাকি সহন সীমা আড় চোখে দেখা শেষ হয় না!
***
নাহ,কি এক খেলা যে খেলছে বৃষ্টি কে জানে!
অঝোর শ্রাবণের প্রতিক্ষা বুঝি শুরু করতেই হবে
এখন থেকে,অধীর আগ্রহ নিয়ে,
শ্রাবণের বৃষ্টি কানায় কানায় পূর্ণ করবে
আমার আকাশের মেঘ সাজ!
***
মেঘলা আকাশ হাসবে শ্রাবণের সাথে
এই ভেবেই পাই আশ্বাস!
আমি আবারো চোখ বুজি
শ্রাবণের সাথে সুর বুনি!
সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
- সাহিত্য(৩৮৬)
- উৎসব(০)
- পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৪)
- মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
- উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
- অনির্ধারিত(১৫৪)
- ইতিহাসের পাতা থেকে(১৭)
- নোটিশ বোর্ড(৬)
- বিবিধ(৩২৪)
- রান্নাবান্না(১০৪)
- ফিল্ম ও মিডিয়া(২১)
- ধর্ম ও গবেষনা(১০৬)
- অনুবাদ(১৬)
- ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
- বই পরিচিতি/বই রিভিউ(১৭)
- নিউজ(০)
- অপরাজিতা(০)
- নোটিশ বোর্ড(০)
- তথ্যচিত্র(০)
জনপ্রিয় ব্লগসমুহ:
-
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 1833 -
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 1719 -
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 1563 -
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 1563 -
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 1512
অনলাইনে আছেন:
সম্পর্কিত ব্লগ
জুলাই ২০২৪
শুকনোপাতার রাজ্য
১ জুলাই ২০২৫
শুকনোপাতার কথামালা-৫
শুকনোপাতার রাজ্য
২৪ জুন ২০২৫
শুকনোপাতার কথামালা-৪
শুকনোপাতার রাজ্য
১৬ মে ২০২৫
শুকনোপাতার কথামালা-৩
শুকনোপাতার রাজ্য
১৯ মার্চ ২০২৫
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
কৃতজ্ঞতা!
শুকনোপাতার রাজ্য
১ জুলাই ২০২৫
জুলাই ২০২৪
শুকনোপাতার রাজ্য
১ জুলাই ২০২৫
শুকনোপাতার কথামালা-৫
শুকনোপাতার রাজ্য
২৪ জুন ২০২৫
শুকনোপাতার কথামালা-৪
শুকনোপাতার রাজ্য
১৬ মে ২০২৫
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)