সাহিত্য

শুধু ভালবাসি ভালবাসি তোমারে

শুধু ভালবাসি ভালবাসি তোমারে
শুধু ভালবাসি ভালবাসি তোমারে 64784_308845435842255_1887807102_n হে রহিম রহমান করুনার আধার! শুধু ভালবাসি ভালবাসি তোমারে এই কথা বলেছি আরো বলবো সহস্রবার... সাথে আছো তুমি তা জানি গো আমি তাই তো সিক্তনয়নে করুন রোদনে জানাই আমার মনের আকুতি মিনতি তোমারে তাও কি তুমি শুননা আমার হৃদয়ের ডাক? কত দুর্গম মরুপথ মাড়ালে তোমার সান্নিধ্য পাবো আমি । বুকের তাজা রক্ত ঝরালে তা হলে কি কাছে টেনে নিবে মোরে? হে প্রভু আমি তোমারে ভালবাসি আমার অন্তরের গহীন থেকে।। হে দয়াময়,বল না তুমি এই নশ্বর পৃথিবী কি ভালবাসার মুল্য বুঝে নাকি? তোমারে ভালবেসে উপাধি পেল শহিদ, ফারুক ,সিদ্দিক আর গাজী তাদের সাথী হতে ভালবাসি তোমারে অপেক্ষার প্রহর ফুরাবে কখন? তা তো জানি না আমি ।। আমি বড় গুনাগার, গুনা আমার বেশুমার তুমি তো ক্ষমাকারী! ক্ষমা করে দিও মোরে। এই আকুতি মেনে নিয়ে কাছে টেনে নিও মোরে।।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)