সাহিত্য

হে বন্ধু! সত্যিই কি তুমি চলে যাচ্ছ ?

হে বন্ধু! সত্যিই কি তুমি চলে যাচ্ছ ?
1375933146 হে বন্ধু! যেতে নাহি দিব তোমায়, তবুও কি তোমায় দিতে হবে বিদায়? চলে যাচ্ছ ? কিভাবে বলি তোমায় আল বিদায়, বিদায়ক্ষন যত এগুচ্ছে ততই কষ্টে ভারাক্রান্ত হৃদয়।। টলমল আখিতে কম্পিত কণ্ঠে বলব“বন্ধু আবার কি আসবে?” কত যতনে ধরে রাখতে চেয়েছি তোমায় হিয়ার মাঝে, দুর্বল চিত্ত বলে সে ভাবে কদর করতে পারিনি তোমারে। তাই ভয়ে হৃদয় মোর ধরধর কেপে উঠে বারে বারে, কি জানি কি অভিযোগ পেশ কর মোর প্রভুর দ্বারে।। অশ্রু জলে বিদায় বেলায় চেয়ে রইলাম রিক্তহস্তে, শোন বন্ধু! গিয়ে কহিও মোর প্রভুকে, তিনি যেন ক্ষমা করে মোর সকল পাপ গুলোকে। না হলে আমি হারিয়ে যাব ধ্বংসের অতল গহবরে। রহমত মাগফেরাত নাজাত বন্ধু নিয়ে দিও এই গুনাগারকে, দুজাহানেই ধন্য হয়ে শোকরিয়া জানাই হাজারবার প্রভুর চরনে।। যাবার বেলায় একবার শুধু বলে যাও বন্ধু মোরে তব সনে এই ভবে আবার হবে কি কখন মোর আলিঙ্গন? হৃদয়ের সব কয়টি জানালা খুলে দেব তব তরে, ভারাক্রান্ত হৃদয়ে অশ্রুসিক্ত করুন নয়নে, বার বার ফিস ফিসিয়ে বলব তোমারে, বন্ধু কথা দাও আবার আসবে কবে? হে বন্ধু! সত্যিই কি তুমি চলে যাচ্ছ ? হে বিদায়ী বন্ধু !তোমায় আল বিদায়।।  

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)