সাহিত্য

সব বেদনাই নিয়ামত হয়ে যায় তুমি যদি দাও।

সব বেদনাই নিয়ামত হয়ে যায় তুমি যদি দাও।
    সব বেদনাই নিয়ামত হয়ে যায় তুমি যদি দাও। হে প্রভু ! সব দুঃখ বেদনা মধুর হয়ে যায়, ধৈর্য্য ধরে ভাবি যখন তা তুমি আমায় দাও। বুকের ব্যাথার কান্নার সুর তখনি হয় যে গান, যখন কোরান পড়ে শান্তনার শান্তি তুমি আমায় দাও।। রোগে শোকের কুয়াশার রাত কেটে হয় তখনি ভোর, যখন রাতটা শুধু হয় আমার আর তোমার প্রভু সাথে জেনেই কেটে যায় সব আঁধারের ঘোর চোখের স্বচ্ছজলে পাই জান্নাতী সুখ তুমি যখন দাও।। কোরান পড়ে যেদিন জেনেছে এই মন, জান মাল সব দিলে তুমি হবেই আমার। সেই থেকেই জান মাল যত টুকু পেয়েছি ভেবেছি কিছুই আমার নয় সবই যে তোমার।। আমি যত ভুল ভ্রান্তি করে ফেলেছি হতাশায় ভেঙে না পড়ে গিয়ে ক্ষমাকারী তুমি! দৃঢ়চিত্তে মনোবল নিয়ে তাই, দেখি জান্নাতী ফুল যেদিকেই তাকাই।। সব বেদনা সহ্যের মাঝে পাবো তোমায় আমার এই প্রীতি অর্ঘ্য তুমি যদি দিয়ে যাও । ার কিছু চাইব না যদি আমায় ক্ষমা করে দাও! সব বেদনাই নিয়ামত হয়ে যায় তুমি যদি দাও।।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)