সাহিত্য

অকাব্য হোক ইচ্ছে গুলো!

অকাব্য হোক ইচ্ছে গুলো!
মানুষ তো হারতে হারতেও জিতে আমি কি তবে মানুষ নই? ভাবতেও অবাক লাগে, এতোবার হেরে যাবার পরও আমি কেমন করে টিকে রই!!  কেমন করে আজো,জলের ঢেউ এ নিজের অস্তিত্ব খুঁজে পাই!  এতো সময়ের গ্লানি ভুলে  কেমন করে আমার দিন চলে যায়! আমি কি তবে মানুষ নই? আমার খুব মানুষ হতে ইচ্ছে করে অনেকবার না হলেও খানিকটা হলেও জিতে যেতে ইচ্ছে করে, এতো এতো পথ হাঁটার পর একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ইচ্ছে করে! একটু মানুষ হতে বড্ড ইচ্ছে করে! আমার খুব হাসতে ইচ্ছে করে নির্মল,সারল্যের হাঁসি যে হাঁসি তে নেই কোন সংশয়,অভিমান,ক্লান্তি ঠিক মানুষ গুলোর মতো! খুব কাঁদতে ইচ্ছে করে পাওয়ার আনন্দে,দেবার সুখে,সাজাবার তৃপ্তিতে ঠিক মানুষ গুলোর মতো! এতো কঠিন কেন,মানুষ হওয়া? এতো কষ্ট কেন,মানুষ হয়ে বাঁচতে? আমার যে খুব মানুষ হতে ইচ্ছে করে! খুব মানুষ হয়ে বাঁচতে ইচ্ছে করে!  

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)