প্রিয় মাধবীলতা,
তোমার অসাধারন রূপের গল্পের মাঝে
রোজ নতুন একটা রঙের গল্প বুনে যাই আমি,
তুমি কি তা জানো?
ঐ যে সেদিন,যখন কৃষ্ণচূড়া খুব হেসেছিলো
তারপর হঠাত আকাশ মুখ কালো করে,
খুব মন খারাপের দিন কাটিয়েছিলো!
সেদিন আমারো অনেক মন খারাপ ছিলো...খুব মন খারাপ ছিলো!
কিন্তু মন খারাপের গল্পটা মনেই ডুব দিয়েছিলো,
অনেক চেষ্টা করেও বুঝতে পারিনি পাতার ভাঁজে
বন্দী বৃত্তে কিসের গল্প লুকানো!
খুঁজেছিলাম
কিন্তু পায়নি,লুকানো গল্পের দুর্বোধ্য ভাষা
বুঝতে পারিনি!
খুব অভিমান হয়েছিলো!
অনেক রাগ হয়েছিলো কৃষ্ণচূড়ার উপর!
কিছু কিছু অনুভূতি কল্পনাতে থাকাই ভালো
চিলেকোঠার এক কোণে অসাধারন স্মৃতির মতো
খানিকটা এলোমেলো সন্ধ্যের আলো-আঁধারীর গল্পের মতো!
কিছু গল্প থাক বৃত্তবন্দী হয়ে
পাতার ভাঁজে,পাতায় জড়িয়ে!
কিছু অনুভূতি থাক জোনাকী হয়ে,
থাক চোখে মাখা লুকানো হাসি হয়ে!
কোন দায় তো রাখিনি,তাই না?
হুম,ধূলো পড়া হিসেবের খাতা তো তাই বলে!
যদি রাখতাম তবে কি হতো?
সময়ে তো কতো কিছুই বদলে যায়
হয়তো তখন দায় গুলোও বদলে যেতো!
যা পাওনা ছিলাম তা হয়ে উঠতো দেনা!
যা হারাবার ছিলো তা ই হতো প্রাপ্তির স্বান্তনা!
সাহিত্য
পাতার ভাঁজে বন্দী বৃত্ত
ব্লগটি লিখেছেন: শুকনোপাতা
| ১৬ মে ২০১৪
প্রিয় মাধবীলতা,
তোমার অসাধারন রূপের গল্পের মাঝে
রোজ নতুন একটা রঙের গল্প বুনে যাই আমি,
তুমি কি তা জানো?
ঐ যে সেদিন,যখন কৃষ্ণচূড়া খুব হেসেছিলো
তারপর হঠাত আকাশ মুখ কালো করে,
খুব মন খারাপের দিন কাটিয়েছিলো!
সেদিন আমারো অনেক মন খারাপ ছিলো...খুব মন খারাপ ছিলো!
কিন্তু মন খারাপের গল্পটা মনেই ডুব দিয়েছিলো,
অনেক চেষ্টা করেও বুঝতে পারিনি পাতার ভাঁজে
বন্দী বৃত্তে কিসের গল্প লুকানো!
খুঁজেছিলাম
কিন্তু পায়নি,লুকানো গল্পের দুর্বোধ্য ভাষা
বুঝতে পারিনি!
খুব অভিমান হয়েছিলো!
অনেক রাগ হয়েছিলো কৃষ্ণচূড়ার উপর!
কিছু কিছু অনুভূতি কল্পনাতে থাকাই ভালো
চিলেকোঠার এক কোণে অসাধারন স্মৃতির মতো
খানিকটা এলোমেলো সন্ধ্যের আলো-আঁধারীর গল্পের মতো!
কিছু গল্প থাক বৃত্তবন্দী হয়ে
পাতার ভাঁজে,পাতায় জড়িয়ে!
কিছু অনুভূতি থাক জোনাকী হয়ে,
থাক চোখে মাখা লুকানো হাসি হয়ে!
কোন দায় তো রাখিনি,তাই না?
হুম,ধূলো পড়া হিসেবের খাতা তো তাই বলে!
যদি রাখতাম তবে কি হতো?
সময়ে তো কতো কিছুই বদলে যায়
হয়তো তখন দায় গুলোও বদলে যেতো!
যা পাওনা ছিলাম তা হয়ে উঠতো দেনা!
যা হারাবার ছিলো তা ই হতো প্রাপ্তির স্বান্তনা!
সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
- সাহিত্য(৩৮৬)
- উৎসব(০)
- পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৪)
- মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
- উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
- অনির্ধারিত(১৫৪)
- ইতিহাসের পাতা থেকে(১৭)
- নোটিশ বোর্ড(৬)
- বিবিধ(৩২৪)
- রান্নাবান্না(১০৪)
- ফিল্ম ও মিডিয়া(২১)
- ধর্ম ও গবেষনা(১০৬)
- অনুবাদ(১৬)
- ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
- বই পরিচিতি/বই রিভিউ(১৭)
- নিউজ(০)
- অপরাজিতা(০)
- নোটিশ বোর্ড(০)
- তথ্যচিত্র(০)
জনপ্রিয় ব্লগসমুহ:
-
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 1833 -
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 1719 -
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 1563 -
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 1563 -
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 1512
অনলাইনে আছেন:
সম্পর্কিত ব্লগ
জুলাই ২০২৪
শুকনোপাতার রাজ্য
১ জুলাই ২০২৫
শুকনোপাতার কথামালা-৫
শুকনোপাতার রাজ্য
২৪ জুন ২০২৫
শুকনোপাতার কথামালা-৪
শুকনোপাতার রাজ্য
১৬ মে ২০২৫
শুকনোপাতার কথামালা-৩
শুকনোপাতার রাজ্য
১৯ মার্চ ২০২৫
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
কৃতজ্ঞতা!
শুকনোপাতার রাজ্য
১ জুলাই ২০২৫
জুলাই ২০২৪
শুকনোপাতার রাজ্য
১ জুলাই ২০২৫
শুকনোপাতার কথামালা-৫
শুকনোপাতার রাজ্য
২৪ জুন ২০২৫
শুকনোপাতার কথামালা-৪
শুকনোপাতার রাজ্য
১৬ মে ২০২৫
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)