সাহিত্য

পাতার ভাঁজে বন্দী বৃত্ত

পাতার ভাঁজে বন্দী বৃত্ত
প্রিয় মাধবীলতা, তোমার অসাধারন রূপের গল্পের মাঝে  রোজ নতুন একটা রঙের গল্প বুনে যাই আমি, তুমি কি তা জানো? ঐ যে সেদিন,যখন কৃষ্ণচূড়া খুব হেসেছিলো  তারপর হঠাত আকাশ মুখ কালো করে, খুব মন খারাপের দিন কাটিয়েছিলো! সেদিন আমারো অনেক মন খারাপ ছিলো...খুব মন খারাপ ছিলো! কিন্তু মন খারাপের গল্পটা মনেই ডুব দিয়েছিলো, অনেক চেষ্টা করেও বুঝতে পারিনি পাতার ভাঁজে বন্দী বৃত্তে কিসের গল্প লুকানো! খুঁজেছিলাম  কিন্তু পায়নি,লুকানো গল্পের দুর্বোধ্য ভাষা বুঝতে পারিনি!  খুব অভিমান হয়েছিলো! অনেক রাগ হয়েছিলো কৃষ্ণচূড়ার উপর! কিছু কিছু অনুভূতি কল্পনাতে থাকাই ভালো চিলেকোঠার এক কোণে অসাধারন স্মৃতির মতো খানিকটা এলোমেলো সন্ধ্যের আলো-আঁধারীর গল্পের মতো! কিছু গল্প থাক বৃত্তবন্দী হয়ে পাতার ভাঁজে,পাতায় জড়িয়ে! কিছু অনুভূতি থাক জোনাকী হয়ে, থাক চোখে মাখা লুকানো হাসি হয়ে! কোন দায় তো রাখিনি,তাই না? হুম,ধূলো পড়া হিসেবের খাতা তো তাই বলে! যদি রাখতাম তবে কি হতো? সময়ে তো কতো কিছুই বদলে যায় হয়তো তখন দায় গুলোও বদলে যেতো! যা পাওনা ছিলাম তা হয়ে উঠতো দেনা! যা হারাবার ছিলো তা ই হতো প্রাপ্তির স্বান্তনা!    

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)