সাহিত্য

শেষ বিকেলের গল্প

শেষ বিকেলের গল্প
  আজকাল খুব ঘোরের মাঝে ডুবে থাকতে ইচ্ছে করে জ্যামে বসে মাথা নিচু করে নিজের ভেতর ডুব দেবার মতো, অথবা শহরের ব্যস্ত কোলাহলের মাঝেও খুব দূরে  প্রায় পাতাহীন কোন গাছের ডালে বসা  নাম না জানা পাখীদের জগতে হারাবার মতো...   ইচ্ছে করলেই কি ডুবে যাওয়া যায় না? ভাবনার অতল গহীনে,অথবা কোন চেনা শহরের অচেনা মায়ার ভীড়ে... এক ঝাটকায় হারিয়ে যাওয়ার গল্প গুলো  কেন নীল-জলছাপের সেই পাতা জুড়ে কালো অক্ষরে ফুঁটে উঠে না?! আজকাল তাহলে গল্প গুলো কোথায় চলে যায়?গল্পেরা কোথায় হারায়?!   স্বচ্ছ জলের উপর মেঘ ভেসে যায় নীল,সাদা অজস্র মেঘের ভেলা ব্যস্ত দিনের কোন শেষ বিকেলে,  ঝিলের রোদ ছোঁয়া জলের গভীরে  নীল আকাশ চেয়ে থাকে চেয়ে থাকে মেঘ,অজস্র প্রশ্ন নিয়ে!   জল ছুঁয়ে দেখি একটু? একটু আকাশ ছুঁই? হাতের কৃষ্ণচূড়া গুলো কে আকাশে ভাসিয়ে দেই? একটু চোখ বুঁজে স্বপ্ন গুলো খুঁজি?   খুব দূর থেকে হাওয়া ছুঁয়ে যায় ক্লান্ত পায়ে জড়ানো নূপুরে নতুন ছন্দ উঠে ধীরে ধীরে,সন্তর্পণে!  থেমে যাওয়া হাতে জড়ানো চুড়িরা সুর তোলে মৃদু ছন্দে,সুপ্ত আবেশে...   বসন্তের কোন শেষ বিকেলে আরেকটা গল্প হেঁটে বেড়ায় প্রাণপনে ছুঁটে যায় এখান থেকে ওখানে আর পুরনো গল্পেরা? বিদায় নিতে থাকে পুরনো বসন্তের হাত ধরে,  গল্পেরা চলে যায়,রেখে যায় মায়া অনেক কথা বলে যায়,থাকে আলোর মাঝেও কায়া!   

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)