পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )

কনফেশন (পরিবার-পর্ব ১)

কনফেশন (পরিবার-পর্ব ১)
গত ২ বছর ৪মাস ধরে বাসায় ‘এন্টারটেইনমেন্ট বাক্স’ টি নেই। খুব মজবুত সিদ্ধান্ত নিয়েই এটা সরিয়েছি বাসা থেকে। কি কি pros+ cons ছিল আমাদের এই সিদ্ধান্তের সেটা নিয়ে আজকে লিখছিনা। আজকে একটা কেইস স্টাডি বলছি শুধু। গতকাল ঘর গুছাতে গিয়ে হঠাৎ করে একটা হিন্দি সিনেমার ডিভিডি পেয়েই ভাবলাম সুন্দর একটা সিনেমা আর বিকেলটাও অবসর (মেয়ে তার ফুপ্পির বাসায়, উনি মিটিং এ); দেখেই ফেলি। ব্যাস, বসে গেলাম এবং শেষ করে উঠলাম ‘একটি পূর্ণদৈর্ঘ্য হিন্দি সিনেমা’! শেষ করে উঠে মনে আসছিল হাজার চিন্তা, তার কতগুলো খুব অদ্ভুত আর প্রায় সবগুলই হাস্যকর। মাগরিবের আজান শুনেই আসলে উঠেছিলাম ল্যাপটপ থেকে। দৌড়ে গিয়ে অজু করলাম আর যেই মুখ তুলে তাকালাম আয়নার দিকে তখনই নিজের চেহারাটা দেখে মনটা বিগড়ে উঠল, আহারে, কি সুন্দর চেহারাটাই না ছিল নায়িকার! কি চুল, কি নাক, কি গড়ন! আর আমি? কোথায় সেই চুল আর কোথায় শরীরের কার্ভ! Alas…..! নামাজ পড়েই কিচেনে গেলাম একটু চা বানাতে, আবারও সেই বিগড়ানো দৃশ্য! আহারে কি সুন্দর কিচেন ছিল ওদের, আর আমার টা! তেল চিটচিটে শেল্ফ আর ৬০ পাওয়ারের লাইট! ধ্যাত! জীবন টা যে কেন সিনেমা হলনা! যাইহোক চা তো খেতেই হবে। চা টা নিয়ে গেলাম বিছানায়, বারান্দা থেকে আনা কতগুলো শুকনো কাপড় ছিল বিছানায়। ভাবলাম কাপড় গুলো ভাজ করব আর চা টাও খাবো। কিন্তু সেই উপায় কি আর আছে? আমার বিছানা কি আর বিছানা? এবড়োথেবড়ো তোশক আর পুরনো চাদরে সেই সিনেমাটিক ভাব কই? ক্যামন একটা ঘোরের মধ্যেই ছিলাম পুরাটা দিন! এভাবেই কি এই ‘এন্টারটেইনমেন্ট বাক্স’ টা প্রতি মুহূর্ত আমাদের নিজেদের সহজ সমীকরণের জীবন টাকেও অবিশ্বাস করতে শিখাচ্ছে? জীবন কি আসলে সিনেমা? কিন্তু ওরা যে বলে, সিনেমা গুলো জীবন থেকেই নেয়া! চলবে......।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
আমার ডিভাইস ভাবনা

আমার ডিভাইস ভাবনা

২২ জানুয়ারী ২০২৪

হৃদয়ে রক্তক্ষরণ

হৃদয়ে রক্তক্ষরণ

২৮ ডিসেম্বার ২০২৩

আমার বাচ্চা খায় না!!????

আমার বাচ্চা খায় না!!????

২৪ ডিসেম্বার ২০২৩

আক্রমনাত্মক দাওয়াহ!!!

আক্রমনাত্মক দাওয়াহ!!!

১৩ ডিসেম্বার ২০২৩