সাহিত্য

বৃষ্টি বিলাস-১

বৃষ্টি বিলাস-১
অজস্র বৃষ্টি দিন আমি যতনে জমিয়ে,কুড়াই স্বপ্ন আমি জলে না ভাসাই সুরের নৌকো আমি ভাষা খুঁজে ফিরি শুধু ঋন শোধাবার জন্য ! অনেক অনেক কথা আছে আমার যা বলেছিলাম কোথাও কখনো যে কথা শুধু শুনেছিলো মন আর শুনেছিলো নিঝুম অরণ্যো ! এক পশলা বৃষ্টি আসুক আমার একলা আকাশ ভেঙ্গে অপার হয়ে বৃষ্টি ছোঁবো সব দুঃখ রেখে তুঙ্গে! রোজ মেঘ করে খুব কালো মেঘ ঢেকে রাখে নীল আকাশের বুক আমার অনেক অভিমান, তাই কালো মেঘেই কাটিয়ে দেই সারা দিন মান! শেষ বিকেলে কাব্য সুধাই মেঘের সঙ্গ জুড়ে ইচ্ছে করে সন্ধ্যে নামাই বৃষ্টি নামার সুরে, আমার অনেক অভিমান তাই আঁধার মাঝেই ডুবিয়ে রাখি বৃষ্টি ভেজার গান! মেঘলা হাওয়া যায় যে ছুঁইয়ে আমার জানলা ধরে আমি গুন গুনিয়ে গান গেয়ে যাই বৃষ্টি নামার তালে, বৃষ্টি ঝরে টুপ টুপ করে আমার গানের ছন্দে ছন্দ মেলায় বৃষ্টি নতুন সুরে!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)