সাহিত্য

সত্যি আমি তোমায় ভালবাসি

সত্যি আমি তোমায় ভালবাসি
10151798_1384237001815030_1968401250_n স্বাধীনতা তুমি আমার প্রভুর দেওয়া সেরা উপহার, তাই তোমায় মন প্রান উজাড় করে দেই ভালবাসার হার। সুজলা সুফলা শস্য শ্যামলা এক দেশ দিলে আমায়, সবুজ মাঠের সবুজ গালিচায় সবুজ পাহাড়ের গায়, দেহখানি হেলিয়ে ব্যাথিত বুকের ব্যাথা ভুলাও আমায়।। পবিত্র স্বাধীনতা,ঐ জালিমরা জুলুম করে তোমার বুক করছে রক্তাত্ত, প্রতিবেশী দেশের সাথে পরকীয়ায় মত্ত হয়ে তোমায় করছে অপবিত্র । আমার সন্তানরা পতাকার মান রক্ষার্থে ঠেলে দিচ্ছে বুকের উষ্ণরক্ত। জালিমদের দেশ ছাড়া করে তারপর ঘরে ফিরবে বলে মাকে দেয়শর্ত। মা কেন্দে বুক ভাসায়ে বলে,পতাকার মান রক্ষার্থে হও তোরাঐক্যবদ্ধ। ,বলো স্বাধীনতা কেন ? তুমি ভাই স্বামী সন্তানদের মেরে পিলখানাকে বানালে গোরস্থান, অন্ন,বস্ত্র,বাসস্থানের খোজে বৃদ্ধ মা বাবা শিশুদের ফুটপাতে অবস্থ্যান, স্বাধীন ভাবে সত্য ন্যায়নীতির কথা বলাতে মরছে মজলুমসন্তান, কোরানের সুন্নাহর পথে ডাকার অপরাধে জেলে নেতাদের বাসস্থান। বাকস্বাধীনতা কেড়ে নিয়ে পরাধীনতার জিঞ্জিরায় বন্ধি অন্তরস্থান, তুমি সব কেড়ে নিয়ে করেছ মোদের দেহপ্রানে ক্ষতবিক্ষত স্থান। ্ তাও বলছি ,সত্যি আমি তোমায় ভালবাসি, তা বার বার হৃদয়ে কালি দিয়ে লিখে লিখে কলমটা হল ক্লান্ত। তাই আজকের মত তোমায় বিদায় জানায়ে লেখা করলাম সমাপ্ত। —

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)