বিবিধ

কেউ কি আছেন ব্লগে??

কেউ কি আছেন ব্লগে??
Sleeping kids আজকাল এই ব্লগে আসলে ইচ্ছে করে একটু চেঁচিয়ে বলি, হ্যালো...... কেউ কি আছেন এই ব্লগে??? :roll: থাকলে একটু আওয়াজ দেন!! ব্লগ যে এতো ঘুমন্ত আর নীরব হতে পারে তা এই ব্লগে না আসলে বুঝতাম না!!বাপরে,পারেও এখানকার লোকজন ঘুমাইতে! মনে হয়ে,ঘুমের রেকর্ড বানাতে পারবে এরা! :mrgreen: কিন্তু কিউরিয়াস মাইন্ড ওয়াঠ ঠু নো,কত্ত দিন ঘুমাইতে চান আপনারা? 8-O প্রতিদিন যখন আসি,দেখি ব্লগে অনেক নতুন মানুষ রেজি করতেছে,ব্লগার সংখ্যা বাড়ছে,তাহলে প্রতিদিন পোষ্টের,কমেন্টের এত্ত খরা দেখি ক্যান? এই একাউন্ট গুলো কি অদৌ মানুষের না?!মডু প্যানেল কি বলেন??! :-( ব্লগ যদি হয় ঘুমানোর জায়গা,পোষ্ট-কমেন্ট ছাড়া এমনেই একাউন্ট খুলে রাখার জায়গা,তাইলে তো সমস্যা!... !! যাইহোক,আর কিছু না বলি,সবাই জ্ঞানী মানুষ,আর জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট! 8-) সবাই ব্লগে লিখুক,ব্লগার-পাঠকে ব্লগ সরব হয়ে উঠুক,এই রইলো দোয়া আর একান্ত কামনা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ