পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )

জৈবিক তাড়না অপরাধের কিছু নয়

জৈবিক তাড়না অপরাধের কিছু নয়
      সৃষ্টির আদি থেকে মানুষ আনন্দ প্রিয়। মানব মনের বিনোদন ক্ষুধার এক নির্মল অনুভুতির নাম যৌন সুখ। এটা তার অপরাধ নয় । প্রতিটি সৃষ্টের ন্যায় মানব প্রকৃতি এর বাহিরে নয়। এ খুধা থাকতেই পারে। কে না অনুভব করেছে তা ! পৃথিবীর প্রথম মানুষ আদম থেকে শুরু করে কত শত নবী রাসুল, অলি আওলিয়া, যুগ শ্রেষ্ঠ মহামানব, কবি, শিল্পী, সাহিত্যিক কে বাদ পড়েছে তা থেকে ? মনের এক গহিন অনুভুতি থকে সবাই আলিঙ্গন করেছে এর সাথে। এক অসাধারন তৃপ্তির ঢেঁকুর তুলেছে তাতে কোন সন্দেহ নাই। মানব প্রকৃতির এ প্রেম নারী পুরুষ সবার ছিল আছে থাকবে। তাতে আপত্তি করারই বা কি আছে ? সবই ঠিক আছে। এতক্ষণে কোন সমস্যা নেই। সমস্যাটা অন্য খানে। দুনিয়ার এত বড় সুখকর বিষয়টাকে যখন কেও সামাজিক প্রথা ভেঙ্গে, ধর্মীয় শৃঙ্খলা ডিঙিয়ে, এতোটাই মূল্যহীন করেছে যে পরীক্ষা না দিয়েই পাসের certificate নেয়ার মতো। কিন্তু এখানে কি এতটা সুখ আছে যা পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার মধ্যে পাওয়া যায় ? বিষয় গুলকে এতোটাই ঘোলাটে করে ফেলেছি যে আজ আর কেও কাওকে বিশ্বাস করতে পাচ্ছিনা। কি নারী কি পুরুষ, কি আত্মীয় কি অনাত্মীয়, কি বন্ধু কাছের কিবা দুরের। গালফ্রেন্ড বয়ফ্রেন্ড এর সংস্কৃতি দিয়ে শুরু করে ডেটিং, লিভ টুগেদার এমনকি নির্লজ্জের সিমা পেরিয়ে contact marriage ও শুরু করেছে। গর্ভপাতের পরিমান অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। অনাকাংখিত জম্ন নিয়েও জায়গা হচ্চে জঙ্গলে, ড্রেনে কিংবা ডাস্টবিনে। ফুটফুটে অবয়বে কালিমা মাখা পরিচয়ে এরা বড় হচ্চে "জারজ সন্তান" । এরা কখন শান্ত কখন হিংস্র হচ্ছে। অবিশ্বাস অস্রদ্ধা আর প্রতিহিংসা পরায়ণ হয়ে উটছে আজকের সমাজ। ঐশী আর মেদিকেল ছাত্রী মিথিলারা কিন্তু এসবেরই বলি। যার অধিকাংশই ঘটছে শিক্ষিত আর ধনিক পরিবারে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
আমার ডিভাইস ভাবনা

আমার ডিভাইস ভাবনা

২২ জানুয়ারী ২০২৪

হৃদয়ে রক্তক্ষরণ

হৃদয়ে রক্তক্ষরণ

২৮ ডিসেম্বার ২০২৩

আমার বাচ্চা খায় না!!????

আমার বাচ্চা খায় না!!????

২৪ ডিসেম্বার ২০২৩

আক্রমনাত্মক দাওয়াহ!!!

আক্রমনাত্মক দাওয়াহ!!!

১৩ ডিসেম্বার ২০২৩

লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন