বিবিধ

মডু আপা- দৃষ্টি আকর্ষণ করছিঃ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া যায় কি?

মডু আপা- দৃষ্টি আকর্ষণ করছিঃ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া যায় কি?
রমনা পার্কে মহিলাদের একটা সংগঠন আছে যাদের কাজ হলো- সকালে exercise করানো আর মাঝে মধ্যে পিকনিকের আয়োজন করা। পার্কে আরো দু-একটি মহিলাদের এমন সংগঠন থাকলেও এই সংগঠনটি (নাম- 'মহিলাঙ্গন) বড়। এদিকে হালকা গাছে ঘেরা অনেকটা গোলাকার স্থানে সংগঠনটি নিজেদের ভিত্তি স্থাপন করে। আগে একটি বিষয় তাদের চোখ এড়িয়ে গেলেও এখন তারা দেখছে- exercise করার সময় আশেপাশের পুরুষরা তাকিয়ে থাকছে, ফলে শরীরচর্চায় তাদের অসুবিধা হচ্ছে। এদিকে আগে যাও চারপাশে লম্বা গাছ লাগানো ছিলো, এখন সে গাছগুলোও মরে গেছে। তাই তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এদিকে সংবাদদাতা মারফত আমাকে অনুরোধ করা হয়েছে (লেখিকা হিসাবে একদিন তাদের সাথে আমার পরিচয় হয়) আমি যাতে তাদের জন্য কিছু করি। কিন্তু কি করতে পারি? সত্য বলতে- বর্তমান কর্তৃপক্ষ পার্ক ঠিক মতো দেখা শোনা করছে না। যাকে বলে- কাজে অবহেলা। এদিকে সংগঠন থেকে কেউ কেউ বলছে- চারপাশে গাছ লাগিয়ে দেয়া হোক। তবে আমি ভাবছি- যারপাশে চারা লাগিয়ে দিবো...সেটা কতো দিনে বড় হবে...ততদিনে মহিলাদের তো অসুবিধা হতেই থাকবে। তাহলে সুষ্ঠ সমাধান কি হতে পারে? please idea দিন। আর আমার মনে হয় কর্তৃপক্ষকে বলে কোনো লাভ নেই, তাই আমরাই না হয় কাজে নেমে পড়ি। ভাবছিলাম- আমরা যারা এই ব্লগে আছি- কয়েকজন আগ্রহী হয়ে এদের সমস্যার সমাধান করি। একদিন না হয়- পার্কের সেই জায়গাটা দেখে আসি। প্লানিং করি, তারপর টাকা লাগলে আমরা কয়জন মিলে মেনেজ করবো। তা, আশাকরি Women Express এ ব্যাপারে এগিয়ে আসবে। এভাবে ভালো কাজে নারীদের অংশগ্রহণও থাকলো। এবার কি ভাবছেন?  

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন