বিবিধ

তারা যদি বিবাহিত হতো ...... !!

তারা যদি বিবাহিত হতো ...... !!
প্রায় প্রত্যেক সপ্তাহেই কোন না কোন কিছুর প্রয়োজন পরে, আর তার তাগিদেই বাজারে যাওয়া লাগে। আজও তার ব্যতিক্রম ছিলোনা। বিকাল বেলা আসর নামাজ পড়ে। বাইরের তাপমাত্রা মাইনাসে তাই পোষাকও সে রকম পড়ে, বাংলাদেশি এক ভাইয়ের সাথে বের হলাম। ডরমেটরির সামনে মেইন রাস্তা হওয়ায় যে কোন জায়গায় যাওয়ার জন্য ডরমেটরির সামনে বাস/ট্যাক্সির জন্য অপেক্ষা করতে হয়। তাই করছিলাম... ইরানে ঈদে নওরুজ হওয়ার কারনে পাঁচ মিনিট পর পর যে বাসগুলো আসতো তা আসছে ১০ মিনিট পরপর। তাই একটু বেশী অপেক্ষা... অপেক্ষার মাঝেই আমাদের বিশ্ববিদ্যালয়ের তুরস্কের এক মেয়েকে বের হতে দেখলাম। হাতে মোবাইল, কিছুক্ষন পরে হাত, কান থেকে নামতেই মেইন রাস্তার পাশের রাস্তা ধরে হাঁটা শুরু করলো। দাড়িয়ে পাশের সেই ভাইকে বলছিলাম তেহরানে এক দিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমাদের সামনে দিয়ে এক মেয়েও হেঁটে যাচ্ছিলো। পাশ দিয়ে এক ট্যাক্সি থেকে এক ছেলে মেয়েটিকে উত্যক্ত করছিল। তারপরে কি ঘটেছিল জানেন ...... তিন মিনিট পরে... এই ঘটনা শেষ হওয়ার সাথে সাথে আমার চোখ মেইন রাস্তার পাশের সেই রাস্তার দিকে !! পাশের ভাইটি আমার দিকে তাকিয়ে বললেন, ভাই !! কি এত পর্যবেক্ষন করছেন?? আমি বললাম কিছু ঘটছে বোধ হয় !! সেই মেয়ের পাশে হঠাৎ এক ছেলের আবির্ভাব ঘটলো তারপরে সেই ছেলে আর মেয়ে ট্যাক্সিতে আরোহণ করলো। ততক্ষনে বাজারের বাস আমাদের সামনে এসে থামলো, আমরাও আরোহণ করলাম। বাজারে পৌঁছে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছি। হঠাৎ চোখের সামনে সেই মেয়ের দেখা। আমি একটু হতভম্ব চোখে। ভাবনা ছিল ছেলেটা কি তার সাথেই আছে ? আর ছেলেটা কি পরিচিত কোন ছেলে ? হুম !! সেইও আমাদের বিশ্ববিদ্যালয়ের চীনের একজন ছাত্র। এক সাথে দুই জন বাজার করছে ... তারা যদি বিবাহিত হতো...... !! তা ইসলাম সম্মত হতো কিন্তু অবিবাহিত হওয়ায় !! আল্লাহ আমাদের সকলকে ইসলামের বিধি-নিষেধ মেনে জীবন-যাপনের তাওফিক দিন, আমিন...

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ