বিবিধ

বই কেনার নিয়ে কিছু টুকরো কথা

বই কেনার নিয়ে কিছু টুকরো কথা

১.পছন্দের অনেক বইই যখন দুষ্প্রাপ্য,তখন
নীলক্ষেত-পুরান ঢাকা,পল্টন চলে যান।
আপনারা কেউ এমন জায়গার সন্ধান থাকলে জানান।

২.মেইনকপি না পান,ফটোকপি -কপিরাইট কপি তো পেয়ে যাবেন।আলহামদুলিল্লাহ ?
৩.দুষ্প্রাপ্য বই পেলেই কিনে নেন,দ্বিতীয় বার দাম নিয়ে ভাববেন না।তাহলে,আম-সালা দুটোই যেতে পারে।?

৪.প্রকাশক বা প্রকাশনী থেকে সরাসরি বই কিনুন,সঠিকদামে পছন্দ মতো বই কিনতে পারবেন।দু'টা বই কিনতে গেলে দশটা বইও কিনে ফেলতে পারেন।?

৫.রামাদান মাসে বেশী বই কিনুন,ইসলামিক বইগুলো সুলভমূল্যে কিনতে পারবেন,সাথে অন্যকেও গিফট করুন,আমাকেও দিতে চাইলে,পাঠায়ে দিন।?

৬.সাম্প্রতিক বিষয় বা চলতি বই না কিনে,মৌলিক-গঠনমূলক, বুনিয়াদ সমৃদ্ধ হয়,এমন বই কিনুন।

৭.লাইব্রেরীতে যান,ঘুরুন, খুঁজে খুঁজে, বই কিনুন,বই কিনতে গিয়ে ঘেমে,হাত -ধূলাময় করে, হঠাত যখন প্রিয় অনাকাঙ্ক্ষিত বইটা পাবেন,কি অসাধারন অনুভূতি, ভাষায় প্রকাশ করা কঠিন।

৮.বই কিনতে যাওয়ার পূর্বে নোটবুকে টুকে নিন,লেখকের নাম-প্রকাশনী সম্পর্কে স্পস্ট জেনে যান,তবে কাঙ্ক্ষিত বইটি পেতে সহজ হবে।

৯.বইমেলায় গিয়েও বইগুলো কিনতে পারেন,যে বইগুলো সাধারণত লাইব্রেরীতে সহজলভ্য না।

১০.বিদেশী লেখকদের বই সংগ্রহ করতে চাইলে,Amazon এ অর্ডার করতে পারেন।বাংলাদেশে সম্প্রতি Amazon সেবা দিতে শুরু করেছে।

১০.আপনার যদি লেখক বন্ধু থাকে তো,আপনার কপিটি আগেই চেয়ে রাখু...,অটোগ্রাফসহ!২০১৯-এ আপনাদের কারো বই প্রকাশিত যদি হতে যাচ্ছে এমন হয় তো,আমার কপিটা মনে করে....?

১১.আপনার আগ্রহ-পছন্দ অনুযায়ী বই সিলেক্ট করুন,ফেইসবুক গ্রুপ কিংবা অন্যকিছু অনুসরণকে প্রায়োরিটি দিবেন না,সর্বপ্রথম জরুরী নিজেকে ডেভেলপ্ড করার জন্য,সেই অনুযায়ী বুকলিষ্ট সমৃদ্ধ করুন।?

১২.সুন্দর বইয়ের রিভিউ করুন ব্লগে, যেনো আমরাও অনুপ্রাণিত হতে পারি,আপনার আলোয়....।


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ