বিবিধ

তোমার আঙ্গুল ধরে আরেকবার বড় হতে চাই

তোমার আঙ্গুল ধরে আরেকবার বড় হতে চাই

প্রিয় বাবা,

তোমাকে যে আমি কতটা ভালোবাসি হয়ত কখনোই তা বুঝাতে পারিনি। আজো তুমি ঘুমিয়ে যাওয়ার পর তোমার ঘামে ভেজা শার্টটার ঘ্রাণ নিতে তোমার অন্ধকার ঘরটায় চোরের মত লুকিয়ে ঢুকতে দ্বিধাবোধ করিনা আমি। হয়ত স্বার্থপরের মত স্বপ্নের জাল বুনতে বুনতে দুইজনেই ভিন্ন পথের পথিক হয়ে গিয়েছি আমরা। কিন্তু আজো হাজার জিতেও আমি তোমার ঐ মলিন মুখটার সামনে এসে হেরে যাই বাবা। আমাদের স্বপ্ন গুলোই হয়ত আমাদের সম্পর্কের সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে, বাবা। জানো, বাবা ইদানীং আমার স্বপ্ন গুলো আমাকে বড্ড স্বার্থপর বানিয়ে দিয়েছে। আজ আমি তোমার চেয়েও বেশি আমার স্বপ্ন গুলোকে ভালোবাসি। আমি সমাজ এবং দেশের কাছে একজন সাকসেসফুল নারী হয়েও তোমার ঐ মলিন মুখ টার কাছে হেরে যাই আমি বাবা। আমার আদালতে আজকে তুমিই আমার ডিফেন্ডেন্ট। এরকম জয়তো কখনোই আমি চাইনি বাবা। আজকাল আর স্বপ্ন দেখার ভয়ে ঘুমাতে বড় ভয় হয় আমার। ইন্সপিরেশন এর জায়গাটা বড্ড খা খা করে উঠে বাবা। আমি আর স্বপ্ন দেখতে চাইনা। শুধু অবুঝ শিশুর মত তোমার আঙ্গুল ধরে আরেকবার বড় হতে চাই।

ইতি,

তোমার খুকুমণি


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ