উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

কবিতা এবং আমি (চার)

কবিতা এবং আমি (চার)

কান্নাগুলো কোথায় লুকাই

ভাবতে বসে হাতড়ে বেড়াই

ভীষণ বড় কষ্টগুলো 

চারিপাশে শুধুই কালো!

 

হঠাৎ করে থমকে দাড়াই

মরীচিকা ধরতে গিয়ে

পিছলে গিয়ে হই কুপোকাত। 

জগত জুড়ে ধানাই-পানাই

নারী মানেই "আয় খেয়ে যাই"?

 

বলতে পারো "নোংরা কথা"

বাস্তবতা তা বলেনা।

রাস্তা-ঘাটে, বাসে-ট্রেনে

ঐইটুকুতো সইতে পারি

ঘরের ভেতর হলে পরে- 

মুখ ফুটে যে কথা বেরোয়!

 

বললে কথা কবিতাকে 

একটুখানি হালকা লাগে।

কবিতাময় এ জীবনে

আর কে আছে আশ্রয় দিবে?

 

বারে-বারে বললে শেষে 

সত্যটাকে মানতে পারি

এইতো জীবন এইতো আমি

এই বলে পথ চলতে পারি।  

 

মুক্তি খুঁজি অবিরত-

বদলাতে চাই সমাধানে.........  

                    (হয়তো চলবে; হয়তো চলবে না!)

প্রথম পর্ব

দ্বিতীয় পর্ব

তৃতীয় পর্ব


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ