ধর্ম ও গবেষনা

অদৃশ্য উপহার

অদৃশ্য উপহার

কাউকে উপহার দিতে চান? তাকে না জানিয়েই? তবে একটি কাজ করতে পারেন: আল্লাহর সন্তুষ্টির উদ্যেশ্যে যে কোনো ইবাদাত করুন(যেমন, সালাত, সাদাকাহ, কুরআন তিলাওয়াত বা উত্তম যে কোনো কাজ), আর তারপর আল্লাহকে বলুন আপনার করা সেই ভাল কাজের সওয়াব বা পুরস্কার আপনার সেই প্রিয় মানুষটির অমলনামায় যোগ করে দিতে ব্যাস, এতটুকুই আল্লাহ আপনার কাজের পুরস্কার তাকে পৌছে দিবেন
চাইলে সওয়াব পুরোটা না দিয়ে যে কোন পরিমান অংশও দিতে পারেন আর হ্যা, এই কাজটি আপনি জীবিত বা মৃত যে কোনো মুসলমানের জন্য করতে পারেন আবার একাধিক বেক্তিকেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার দেওয়া উপহার সবার মধ্যে ভাগ হয়ে যাবে
আচ্ছা, যদি পুরো সওয়াবটাই উপহার দেওয়া হয় তবে দাতার জন্য কি আর কিছুই থাকবে না? উত্তর হলো: যেহেতু দাতা তার নিজের পুরস্কার অন্যেকে দান করে দয়া দেখালো, সেহেতু এই দয়া দেখানোর জন্য দাতাও আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবে, কারন আল্লাহর উদারতা ও করুনা অসীম, তিনি প্রত্যেক ভালো কাজকে পুরস্কৃত করেন
।।
Reference:
1)https://www.islamweb.net/emainpage/index.php?page=showfatwa&Option=FatwaId&Id=88186
2)https://islamweb.net/emainpage/index.php?page=showfatwa&Option=FatwaId&Id=276133


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)