বিবিধ

মূল্যবান মজার মজার তথ্য

মূল্যবান মজার মজার তথ্য

★ মানুষ যখন ভয় পায় তখন তার মগজ ৮ সেকেন্ড
এর জন্য কাজ করা
বন্ধ করে দেয়।
.
★ রাজহাঁস ৩০ বছর
পর্যন্ত বেচে থাকতে
পারে,, প্রায় অর্ধ
বয়সী মানুষের সমান।
.
★ মানুষ চিন্তা করার
সময় বেশি ভুল করে।
.
★ প্রতি বছর ১৬ লাখ
অটিজম শিশুর জন্ম হচ্ছে।
.
★ কুকুর রাতের বেলায়
২ কি. মি পর্যন্ত
সকল কিছু দেখতে পায়।
.
★ পিপড়া তার চোখ বন্ধ করে খাদ্য গ্রহন করে।
.
★ ভারতে থানায়
প্রতিদিন প্রায় ১৩৭
টি ধর্ষন কেস পড়ে।
.
★ বাতাসের সাথে প্রায় ১৫ লাখ জীবানু ভেসে বেড়াচ্ছে।
.
★ জিরাফ মাএ ১৯
মিনিট ঘুমায়।
.
★ একটি গন্ডারের
শক্তি ২৭ জন মানুষের সমান।
.
★ হজম শক্তি
সবচেয়ে বেশি হাতির। ১ঘন্টা পর
পর ৪০ কেজি খাদ্য
গ্রহন করতে পারে।
.
★ একটি নারী তার
প্রসংসা কে বেশি
ভালবাসে।
.
★ ১ কেজি কমলার
চেয়ে ২৫০ গ্রাম
গাজরের গুন
বেশি।
.
★ কম টাকায় অধিক পুষ্টির তালিকায় শির্ষে রয়েছে কলা।

.................................

●কেঁচোকে সারাজীবনে
কখনোই চশমা
পরতে হয় না। কেন
জানেন? কারণ ওর
শরীরে কোন চোখই
নেই।
.
●মানুষের শরীর থেকে প্রতিদিন গড়ে এক চা কাপের সমান ঘাম ঝরে।
.
●মাত্র ৫ লিটার মধু
খেয়ে এক একটি
মৌমাছির ঝাঁক ৪০
হাজার মাইল পথ
পাড়ি দিতে পারে।
.
● একটি কলার
শতকরা পঁচাত্তর
ভাগই পানি। আপনি যদি ছোট্ট এক গ্লাস পানির বদলে এক গ্লাস কলা খাবো বলেন, তাহলে
কিন্তু খুব একটা ভুল
হবে না!
.
●জানেনই তো একজন মানুষের আঙুলের ছাপ
আরেকজন মানুষের চেয়ে ভিন্নতর।
তেমনি ঠোঁটের ছাপ ও একজনের চেয়ে
আরেকজনেরটা থেকে সম্পূর্ণ ভিন্ন।
.
●মাশরুমে প্রোটিনের
পরিমান আলুর চেয়ে দ্বিগুন, টমেটোর চারগুন এবং কমলা লেবুর
ছয় গুন বেশি। তাই বলে মাশরুম কাঁচা
খেয়ে ফেলাটা কিন্তু
বুদ্ধিমানের কাজ
হবে না।
.
●মুরগি পাখি বলে ধরা হয়। তো এ পর্যন্ত
একটি মুরগি শূন্যে
ডানা ঝাপ্টে সবচেয়ে বেশি পথ পাড়ি দেওয়ার
রেকর্ড হচ্ছে ৩০২
ফুট। হায়রে মুরগি!
.
●আপনি কি মাকড়সা ভয় পা্ন? ভয় পাওয়ার কিছু নেই, ওরা খুব নিরীহ। কিন্তু আমেরিকার ব্ল্যাক উইডো মাকড়সাকে ভয়
পেতেই হবে। ওরা এতো বিষাক্ত যে এক
কামড়ে মানুষকে মেরে ফেলতে পারে।
.
●খ্রিস্টপূর্ব ৫ শতকে
ভারতের পাণিনি
সংস্কৃত ভাষার
ব্যকরণ রচনা করেন। এই
ব্যকরণে ৩৯৫৯টি
নিয়ম লিপিবদ্ধ করেন তিনি।
.
●বাংলাভাষায় বিশ্বের বিশ কোটিরও মানুষ কথা বলে। এসব
মানুষের বেশির
ভাগই বাংলাদেশ ও
ভারতের পশ্চিমবঙ্গে
বসবাস করে।
.
●বাংলাভাষায় লেখা
প্রথম ব্যাকরণ
রচিত হয় ১৭৩৪ থেকে ১৭৪২ সালের মধ্যে। এর লেখক ছিলেন মানোএল দা
আসসুম্পসাঁউ নামের এক পুর্তগিজ পাদ্রি।
.
●হ্যারি পটার
সিরিজের বই এ
পর্যন্ত ৬৫টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।
তবে ব্রিটিশ
ইংরেজিতে লেখা বইটি প্রথমে আমেরিকান
ইংরেজিতে অনূবাদ
করা হয়েছিল।
.
●এ পর্যন্ত হ্যারি
পটার সিরিজের বই
বিশ্বে বিভিন্ন দেশে
৪০০ মিলিয়ন
কপিরও বেশি বিক্রয়
হয়েছে।

...........................

প্রশ্ন : বর্তমানে
বিশ্বের বৃহত্তম
সাহায্যদাতা দেশ
কোনটি?
উঃ জাপান
.
প্রশ্ন : সার্কভূক্ত
দেশ গুলোর মধ্যে
মাথাপিছু আয় সবচেয়ে বেশী কোন দেশের?
উঃ মালদ্বীপ
.
প্রশ্ন : বিশ্বের
সর্বোচ্চ মাথাপিছু
আয়ের দেশ কোনটি?
উঃ কাতার
.
প্রশ্ন : বিশ্বের
সর্বনিম্ন মাথাপিছু
আয়ের দেশ কোনটি?
উঃ কঙ্গো
.
প্রশ্ন : ইউরোপের
একক মুদ্রা ইউরো
কবে থেকে চালু হয়?
উঃ ১ জানুয়ারী, ১৯৯৯।
.
প্রশ্ন : ইউরো কবে
থেকে মুদ্রা ও
নোট হিসেবে বাজারে চালু হয়?
উঃ ১ জানুয়ারী, ২০০২
.
প্রশ্ন : ইউরোপে একক মুদ্রা ইউরো
প্রথম কতটি দেশে
চালু হয়?
উঃ ১১ টি।
.
প্রশ্ন : ইউরোপে একক মুদ্রা ইউরো
বর্তমানে কতটি দেশে চালু আছে?
উঃ ১৬ টি ইইউ সদস্য দেশ। এছাড়া
চুক্তি করে ৩টি,
চুক্তি ছাড়া ৫টি এবং
আনঅফিসিয়াল
৪টি দেশ।
.
প্রশ্ন : বিশ্বের
সবচেয়ে বেশী
ঋণগ্রস্থ দেশ কোনটি?
উঃ যুক্তরাষ্ট্র (২২
ট্রিলিয়ন ডলার)
.
প্রশ্ন : প্রত্যক্ষ
বিদিশী বিনিয়গের
ক্ষেত্রে এশিয়ার
প্রধান দেশ কোনটি?
উঃ চীন।

.....................

>>> পানির তলায় মাটি কাটার যন্ত্রের নাম-
ড্রেডলার।
.
>>> বধির লোকদের শোনার সাহায্যকারী যন্ত্র- ইয়ার ট্রাম্পেট
। ১৯৩১ ইং ।
.
>>> জিওলজি
(Geology)হল- ভূ-
তত্ত্ববিদ্যা।
.
>>> জুওলজি(Zoology)হল- প্রাণীবিদ্যা ।
.
>>> সূর্যোদয়ের দেশ বলা হয়- জাপানকে।
.
>>> বিশ্বের বৃহত্তম
দ্বীপ দেশ-
ইন্দোনেশিয়া।
.
>>> ‘বিশ্ব পরিসংখ্যান
দিবস’- ২০ অক্টোবর।
.
>>> ‘ক্যাম্প নামা’ কোন দেশের কারাগার-
ইরাক।
.
>>> পানামার বিমান সংস্তার নাম- কোপা।
.
>>> পৃথিবীর ছাদ বলা হয়- পামির
মালভূমিকে।
.
>>> যুদ্ধ ট্যাংক
আবিস্কারক- ই. ডি.
সুইন্টন
.
>>> ট্রান্সফরমার
আবিস্কারক-
ডাব্লিউ. স্ট্যানলি
.
>>> কলম আবিস্কারক-
এল. ই. ওয়াটারম্যান
.
>>> বৈদ্যুতিক বাল্ব
আবিস্কারক- টমাস
আলবা এডিসন

...........................

প্রশ্নঃ ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির
রচয়িতা কে?
Ans: ড. নীলিমা ইব্রাহিম
-
প্রশ্নঃ ‘যদ্যপি আমার শুরু’-কার রচনা?
Ans: আহ্মেদ ছফা
-
প্রশ্নঃ কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?
Ans: কপালকুন্ডলা
-
প্রশ্নঃ ‘আলমনগরের উপকথা’ গ্রন্থটি কে
রচনা করেছেন?
Ans: শামসুদ্দিন আবুল কালাম
-
প্রশ্নঃ নিচের কোন উপন্যাসটির
রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় নয়?
Ans: গণদেবতা
-
প্রশ্নঃ ‘পোকামাকড়ের ঘরবসতি’
উপন্যাসটি কে লিখেছেন?
Ans: সেলিনা হোসেন
-
প্রশ্নঃ ‘কথা সাহিত্য’বলতে কোনটি
বোঝায়?
Ans: ছোটগল্প ও উপন্যাস
-
প্রশ্নঃ বাংলা ভাষারপ্রথম
ঔপন্যাসিক কে?
Ans: প্যারীচাঁদ মিত্র
-
প্রশ্নঃ ‘অপরাজিত’ কোন শ্রেণীর
রচনা?
Ans: উপন্যাস
-
প্রশ্নঃ অচিন্ত্যকুমার সেনগুপ্তের ‘প্রথম
কদমফুল’ কোন জাতীয় রচনা?
Ans: উপন্যাস
-
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম উপন্যাস
কোনটি?
Ans: আলালের ঘরের দুলাল
-
প্রশ্নঃ নিম্নোক্ত কোন উপন্যাসে
বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের
চিত্র অঙ্কিত হয়েছে? 
Ans: সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’
-
প্রশ্নঃ মাহবুব-উল-আলমের ‘মোমেনের
জবানবন্দী’ কোন শ্রেণীর উপন্যাস?
Ans: আত্মজীবনীমূলক
-
প্রশ্নঃ ‘হাজার বছর ধরে’ কি?
Ans: জহির রায়হানের উপন্যাস
-
প্রশ্নঃ বাংলাদেশের স্বাধীনতা
সংগ্রাম কোন উপন্যাসটির উপজীব্য
বিষয়?
Ans: একটি কালো মেয়ের কথা
-
প্রশ্নঃ বাংলা ভাষায় রচিত প্রথম
উপন্যাসের নাম কি?
Ans: আলালের ঘরের দুলাল
-
প্রশ্নঃ ‘জলডুঙ্গি’ ও ‘দম্পতি’ উপন্যাসদ্বয়
নিম্নে কোন ব্যক্তি রচনা করেছেন?
Ans: বুলবুল চৌধুরী
-
প্রশ্নঃ বিষাদ-সিন্ধু উপন্যাসের
লেখকের নাম —
Ans: মীর মশাররফ হোসেন
-
প্রশ্নঃ ‘পদ্মা মেঘনা যমুনা’ নামক বৃহৎ
উপন্যাসটি কোন ঔপন্যাসিক রচনা
করেছেন? 
Ans: আবু জাফর শামসুদ্দীন
-
প্রশ্নঃ বাংলা সাহিত্যে পাশ্চাত্য
আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা
কে?
Ans:বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রশ্নঃ সূর্যের চোখে জল, অপু বিজয়
দেখেনি- কে লিখেছেন?
Ans: শিরীন আখতার
-
প্রশ্নঃ নিচের কোনটি উপন্যাস নয়?
Ans: পথ জানা নাই
-
প্রশ্নঃ ‘আবদুল্লাহ’ উপন্যাসের রচয়িতা
কে?
Ans: কাজী ইমদাদুল হক
-
প্রশ্নঃ নিচের কোনটি সঠিক?
Ans: বিষবৃক্ষ-উপন্যাস
-
প্রশ্নঃ প্যারীচাঁদ মিত্রের গ্রন্থ
কোনটি?
Ans: আলালের ঘরের দুলাল

.......................................

১.মোবাইল ফোনের
জনক বলা হয়-
উঃ মার্টিন কুপারকে

.
২.বিশ্বের প্রথম
স্মার্টফোন হলো-
উঃ আইবিএম সাইমন ।
.
৩.বিশ্বের সবচেয়ে
জনপ্রিয় মোবাইল
অপারেটিং সিস্টেম
হলো-
উঃ অ্যান্ড্রয়েড ।
.
৪.গুগলের অপারেটিং সিস্টেম
অ্যান্ড্রয়েডের পঞ্চম
সংস্করণের নাম কি?
উঃ ললিপপ।
.
৫.BCC-এর পূর্ণরুপ কি ?
উঃ Blind Carbon Copy ।
.
৬.HTML-এর পূর্ণরূপ
কি?
উ: Hyper Text Markup Language
.
৭.ইন্টারনেটের জনক বলা হয়-
উঃ Vinton Gray Cerf কে

.
৮.প্রোগ্রামিং ভাষার
ব্যাকরণগত ভুলকে
বলা হয়-
উঃ সিনট্যাক্স ভুল ।

.............................................

1. কাজী নজরুল
ইসলামের জন্মস্থান ?
¤ বর্ধমান
.
2. কাজী নজরুল
ইসলামের কবর
কোথায় অবস্থিত ?
¤ ঢাকা
বিশ্ববিদ্যালয়ের
মসজিদের পাশে
.
3. কাজী নজরুল
ইসলামকে কোন সালে ভারত থেকে
স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় ?
¤ 1972
.
4. কাজী নজরুল
ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয় ?
¤ কানাডা
.
5. কাজী নজরুল
ইসলামের প্রথম
প্রকাশিত লেখা
কোনটি ?
¤বাউন্ডেলের
আত্মকাহিনী
.
6. কাজী নজরুল
ইসলামের প্রথম
প্রকাশিত গ্রন্থ কোনটি ?
¤ ব্যথার দান
.
7. নিচের কোন গল্পটি কাজী নজরুল
ইসলামের লেখা ?
¤ পদ্ম গোখরা
.
8. কোনটি নজরুলের রচনা ?
¤ চোখের ছাতক
.
9. কাজী নজরুল
ইসলামের ‘বিদ্রোহী’
কবিতাটি কোন সালে প্রকাশিত হয় ?
¤ 1921
.
10. ‘সর্বহারা’ কাব্যের লেখক কে-
¤ কাজী নজরুল
ইসলাম
.
11. কোন কবিতা
রচনার কারনে কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল ?
¤ আনন্দময়ীর
আগমনে
.
12. কোন গ্রন্থটি
কাজী নজরুল
ইসলামের প্রণীত ?
¤ সাম্যবাদী
.
13. ‘খেয়া পারের তরুণী’ কবিতার কবি কে ?
¤ কাজী নজরুল
ইসলাম
.
14. নজরুলের প্রথম
উপন্যাস কোনটি ?
¤ বাধনহারা
.
15. কাজী নজরুল
ইসলাম রচিত উপন্যাস কোনটি ?
¤ বাধনহারা

...........................

 Love You বলুন ,বুদ্ধি খাটিয়ে....
.
.
১.বাংলা= আমি
তোমাকে ভালবাসি।
.
২.ইংরেজি = আই লাভ ইউ।
.
৩.ইতালিয়ান = তি
আমো।
.
৪.রাশিয়ান = ইয়া
তেবয়া লিউব্লিউ।
.
৫.কোরিয়ান =
তাঙশিনুল সারাঙ হা
ইয়ো।
.
৬.কানাডা = নান্নু
নিনান্নু প্রীতিসুথিন।
.
৭.জার্মান = ইস লিবে দিস।
.
৮.রাখাইন =অ্যাঁই
সাঁইতে।
.
৯.ক্যাম্বোডিয়ান=বোন স্রো লানহ্উন।
.
১০.ফার্সি = দুস্তাত
দারাম।
.
১১.তিউনিশিয়া = হাহে বাক।
.
১২.ফিলিপিনো =
ইনবিগ কিটা।
.
১৩.লাতিন = তে আমো।
.
১৪.আইরিশ = তাইম
ইনগ্রা লিত।
.
১৫.ফ্রেঞ্চ = ইয়ে
তাইমে।
.
১৬.ডাচ = ইক হু ভ্যান ইউ।
.
১৭.অসমিয়া = মুই
তোমাকে ভাল্ পাও।
.
১৮.জুলু = মেনা তান্দা উইনা।
.
১৯.তুর্কি = সেনি
সেভিউর ম।
.
২০.মহেলি = মহে
পেন্দা।
.
২১.তামিল = নান
উন্নাই কাদালিকিরেন।
.
২২.সহেলি = নাকু
পেন্দা।
.
২৩.ইরানি = মাহ্ন
দুস্তাহ্ত দোহ্রাহম।
.
২৪.হিব্রু = আনি ওহেব ওটচে (মেয়েকে ছেলেকে), আওটচা (ছেলেকে
মেয়ে)।
.
২৫.গুজরাটি = হুঁ তানে পেয়ার কার ছু।
.
২৬.চেক = মিলুই তে।
.
২৭.পোলিশ = কোচাম গিয়ে।
.
২৮.পর্তুগীজ = ইউ আমু তে।
.
২৯.বসনিয়ান = ভলিম তে।
.
৩০.তিউনেশিয়ান = হা এহ বাদ।
.
৩১.হাওয়াই = আলোহা ওয়াউ লা ওই।
.
৩২.আলবেনিয়া = তে দুয়া।
.
৩৩.লিথুনিয়ান = তাভ মায়লিউ।
.
৩৪.চাইনিজ = ওউ আই নি।
.
৩৫.তাইওয়ান = গাউয়া আই লি।
.
৩৬.পার্শিয়ান = তোরা ডোস্ট ডারাম।
.
৩৭.মালয়শিয়ান =সায়া চিনতা কামু।
.
৩৮.মায়ানমার = মিন কো চিত তাই।
.
৩৯.ভিয়েতনামিস =
আনাহ ইউই এম (ছেলে মেয়েকে), এম ইউই আনাহ (মেয়ে ছেলেকে)।
.
৪০.থাইল্যান্ড = চান
রাক খু... (ছেলে
মেয়েকে), ফেম রাক খু... (মেয়ে
ছেলেকে)।
.
৪১.গ্রিক =
সাইয়াগাপো।
.
৪২.চেক = মিলুই তে।
.
৪৩.বর্মিজ = চিত পা
দে।
.
৪৪.পোলিশ = কোচাম গিয়ে।
.
৪৫.মালয়ি = আকু
চিন্তা কামু।
.
৪৬.ব্রাজিল =
চিতপাদে।
.
৪৭.হিন্দি = ম্যায়
তুমছে পেয়ার করতাহুঁ।
.
৪৮.জাপানী = কিমিও আইশিতের।
.
৪৯.পাকিস্তান = মুঝে তুমছে মহব্বত হায়।
.
৫০.ফার্সি = ইয়ে
তাইমে।

................................................

প্রশ্ন : বর্তমানে
বিশ্বের বৃহত্তম
সাহায্যদাতা দেশ
কোনটি?
উঃ জাপান
-
প্রশ্ন : সার্কভূক্ত
দেশ গুলোর মধ্যে
মাথাপিছু আয় সবচেয়ে বেশী কোন
দেশের?
উঃ মালদ্বীপ
-
প্রশ্ন : বিশ্বের
সর্বোচ্চ মাথাপিছু
আয়ের দেশ কোনটি?
উঃ কাতার
-
প্রশ্ন : বিশ্বের
সর্বনিম্ন মাথাপিছু
আয়ের দেশ কোনটি?
উঃ কঙ্গো
-
প্রশ্ন : বিশ্বের সেরা
ধনী ব্যক্তি কে?
উঃ কার্লোস স্লিম,
মেক্সিকো
(৫৩৫০ কোটি
ইউএসডি)
.
প্রশ্ন : বিল গেটস্
বর্তমানে কততম?
উঃ ২য় স্থান (৫৩০০
কোটি ইউএসডি।)
-
প্রশ্ন : ইউরোপের
একক মুদ্রা ইউরো
কবে থেকে চালু হয়?
উঃ ১ জানুয়ারী, ১৯৯৯।
-
প্রশ্ন : ইউরো কবে
থেকে মুদ্রা ও
নোট হিসেবে বাজারে চালু হয়?
উঃ ১ জানুয়ারী, ২০০২
-
প্রশ্ন : ইউরোপে একক মুদ্রা ইউরো
প্রথম কতটি দেশে চালু হয়?
উঃ ১১ টি।
-
প্রশ্ন : ইউরোপে একক মুদ্রা ইউরো
বর্তমানে কতটি দেশে চালু আছে?
উঃ ১৬ টি ইইউ সদস্য দেশ। এছাড়া
চুক্তি করে ৩টি, চুক্তি ছাড়া ৫টি এবং
আনঅফিসিয়াল
৪টি দেশ।
-
প্রশ্ন : বিশ্বের
সবচেয়ে বেশী
ঋণগ্রস্থ দেশ কোনটি?
উঃ যুক্তরাষ্ট্র (২২
ট্রিলিয়ন ডলার)
-
প্রশ্ন : প্রত্যক্ষ
বিদিশী বিনিয়গের
ক্ষেত্রে এশিয়ার
প্রধান দেশ কোনটি?
উঃ চীন।
.
প্রশ্ন : বিশ্বের
সবচেয়ে বেশী
রেশম রপ্তানীকারক দেশ কোনটি?
উঃ চীন ।
-
প্রশ্ন : বিশ্বের
বৃহত্তম তেল কুপ
কোনটি?
উঃ ব্রাজিলের পি-৩৬।

.............................................

১। পৃথিবীতে কতটি
দেশে বাঘ পাওয়া
যায়?
-১৪টি
.
২। জাতিসংঘে
বাংলাদেশ শতকরা কত ভাগ চাঁদা দেয়?
-0.0১ শতাংশ
.
৩। বাংলাদেশে প্রথম
কবে মোবাইল
ব্যাংকিং চালু হয়?
-৩১ শে মার্ছ, ২০১১
.
৪। প্রথম কোন ব্যাংক মোবাইল
ব্যাংকিং চালু করে?
- ডাচ বাংলা ব্যাংক
.
৫। বিশ্বের প্রথম
ধূমপানমুক্ত দেশের
নাম কি?
-ভূটান
.
৬। পৃথিবীর ক্ষুদ্রতম
নদীর মান কি?
-ডি নদী
.
৭। কোন নদীকে
আন্তর্জাতিক নদী
বলা হয়?
-দানিয়ুব নদী
.
৮। বিশ্বের প্রাচীনতম
দেশের নাম কি?
-সানমারিনো; ৩০১
খ্রিস্টাব্দে
.
৯। বিশ্বের বৃহত্তম
নারী বিশ্ববিদ্যালয়ে
র নাম কি?
- রিয়াদ উইমেন্স
বিশ্ববিদ্যালয়
.
১০। রাশিয়া এবং
জাপানের মধ্যে
বিরোধ কোন দ্বীপ
পুঞ্জ নিয়ে?
-শাখালিন দ্বীপপুঞ্জ।

.......................................

১. সূর্যকিরণ হতে
কোন ভিটামিন পাওয়া যায়?
উ. ডি ।
.
২. সর্বাধিক
স্নেহজাতীয় খাদ্য কী?
উ. দুধ ।
.
৩. চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর
ওজনে কী ধরনের
পরিবর্তন ঘটবে?
উ. কমবে ।
.
৪. কম্পিউটার র্যাম
কী?
উ. স্মৃতিশক্তি ।
.
৫. কোন প্রাণীর
তিনটি হৃৎপিণ্ড
রয়েছে?
উ. হাঙ্গরের ।
.
৬. দ্রুততম গ্রহ
কোনটি?
উ. বুধ ।
.
৭. ভাইরাস কী?
উ. কোষহীন জীব ।
.
৮. আমাদের দেহকোষ রক্ত হতে কী গ্রহণ করে?
উ. অক্সিজেন ও
গ্লুকোজ ।
.
৯. বিলিরুবিন তৈরি
হয় কোথায়?
উ. যকৃতে ।
.
১০. রাতের বেলায়
বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে কেন?
উ. টেপেটাম নামক
রঞ্জক কোষ থাকে বলে ।

 

সুত্রঃ Mp3 সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তজাতিক।


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন