পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )

۞۞ আজকাল বুড়া-বুড়িরা ও প্রেমের কবিতা শুনে ঘর-সংসার ছেড়ে অন্যজনের সাথে নতুন করে সংসার করার স্বপ্ন দেখে। প্রেমের কবিতায় কি যাদু আছে? ۞۞

۞۞ আজকাল বুড়া-বুড়িরা ও প্রেমের কবিতা শুনে ঘর-সংসার ছেড়ে অন্যজনের সাথে নতুন করে সংসার করার স্বপ্ন দেখে। প্রেমের কবিতায় কি যাদু আছে? ۞۞
সারা যাকেরের উপস্থাপনায় একটি বেসরকারী টিভি চ্যানেলে লাইভ শোতে কয়েকজন মহিলা পন্ডিত দর্শকদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধান দেবার চেষ্টা করেন। মাঝে মধ্যে আমি এই অনুষ্টানটি দেখি। কয়েকদিন আগে এই অনুষ্টানে এক মহিলা ফোন করে জানতে চাইলেন...তিনি বিবাহিতা, তিন সন্তানের জননী, তার ছেলে-মেয়ে এখন বড় হয়েছে, তার স্বামী তাকে ভালবাসলেও কোনদিন আই লাভ ইউ বলেনি। কয়েক মাস আগে ফেইসবুকে এক ভদ্র লোকের সাথে তার পরিচয় ঘটে, সেই ভদ্র লোক নাকি তাকে নিয়ে সুন্দর সুন্দর রোমান্টিক কবিতা লিখে, সেই ভদ্র লোক তাকে আই লাভ ইউ বলেছে, সেই ভদ্র লোকও বিবাহিত, ভদ্র লোক নাকি তার স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে রাজী আছে, আরো অনেক কথা, কথার যেন খই ফুটেছে। এক কথায় এই বুড়া-বুড়ি একজন আরেকজনের প্রেমে পড়েছে। তাই তারা বর্তমান সংসার থেকে বেরিয়ে এসে নতুন করে সংসার করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এখন কি করা যায় ওনি পরামর্শ চেয়েছেন। অনুষ্টানের অথিতিরা তার কথা ভাল করে শুনে তাকে হুট করে বিয়ে করার সিদ্ধান্ত নিতে নিষেধ করে। নিজ স্বামী ও সন্তানের কথা ভেবে আরো চিন্তা-ভাবনা করতে ওই মহিলাকে অনুরোধ করে। দেখু... আমাদের সমাজের কি অবস্থা। আজকাল বুড়া-বুড়িরা ও প্রেমের কবিতা শুনে ঘর-সংসার ছেড়ে অন্যজনের সাথে নতুন করে সংসার করার স্বপ্ন দেখে। প্রেমের কবিতায় কি যাদু আছে?

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
আমার ডিভাইস ভাবনা

আমার ডিভাইস ভাবনা

২২ জানুয়ারী ২০২৪

হৃদয়ে রক্তক্ষরণ

হৃদয়ে রক্তক্ষরণ

২৮ ডিসেম্বার ২০২৩

আমার বাচ্চা খায় না!!????

আমার বাচ্চা খায় না!!????

২৪ ডিসেম্বার ২০২৩

আক্রমনাত্মক দাওয়াহ!!!

আক্রমনাত্মক দাওয়াহ!!!

১৩ ডিসেম্বার ২০২৩