সাহিত্য

গান

গান

এই আগুনে না পড়িলে 

জাক্কুমে পেট না ভরিলে

কাঁটায় জীবন না জড়িলে

মরার মত না মরিলে

ডাকতোনা তোমায় এমন

এ বেভুল মন।

তোমায় ভুলে কাটায় জীবন অকারণ।

 

বীণ বাজিয়ে সাপ কে ডাকে?

কে পড়ে বিষের বিষম বিপাকে? 

মানকা চিপায় জান ফাঁসায় কে?

জগতটারে কে হাসায় কে?

কে ভাসায় সাজান বাগান? ও রে মরার মন

ওঝা করো অনুষণ।

সাপ পুষে কি পাপ করেছো ও বাপধন!

 

অন্ধকারের ভাঁজে ভাঁজে

তোমারি বিরহ বাজে।

ভালোবাসার লাসটা আহ! যে

ঝলকে ওঠে নয়া সাজে।

তোমায় খুঁজে শূন্যে জুঝে অনুক্ষণ। 

এ পোড়া মন

তোমায় ডেকে শান্তি আআহা! নিরঞ্জন।


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
নিশিন্দা

নিশিন্দা

নিশিন্দা

১১ জানুয়ারী ২০১৬