পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )

নৈতিক শিক্ষা দিতে ভুলে যাচ্ছেন 'মা'

নৈতিক শিক্ষা দিতে ভুলে যাচ্ছেন 'মা'
বাবা মা সন্তানের ভবিষ্যৎ চিন্তা করবেই। এটাই দুনিয়ার নিয়ম । কিন্তু কথা হল আজ কাল বাবা মা সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করতে যেয়ে নৈতিক শিক্ষা দিতে ভুলে যাচ্ছেন। আধুনিক মায়েদের যখন জিজ্ঞেস করা হয় এই ব্যাপারে তখন তারা বলেন ‘জীবনে প্রতিষ্ঠিত হতে পারলে এমনি ই সব হয়ে যাবে।’ আসলেই কি এমনটা হয়? না এটা সম্ভব নয়। বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা যায় ৮ বছরের মধ্যেই শিশুদের নৈতিকতার ভিত্তি স্থাপিত হয়ে যায়। তাই ছোট থেকে তাদের নৈতিক শিক্ষা দেয়া উচিত। আমি এখানে বাবা মায়ের সমালোচনা করতে হাজির হইনি বরং ১ টা গল্প দিয়ে আপনাদের সচেতন করতে এসেছি।এখানে হয়তো মা বাবা খুব কমই আছেন। তবুও সচেতন থাকতে দোষ কি! “ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে” খুব ছোট কাল থেকেই এর উপর কমবেশি সবাই ই ভাবসম্প্রসারন লিখে আসছি। তাই আর ব্যাখ্যার দিকে জাচ্ছিনা। এলাকায় ১ টা মেয়ে কে পড়াই আমি। ওর নাম ইফতি। মাত্র ১৩ বছর বয়স। ও যখন তৃতীয় শ্রেণীতে পড়ে তখন মায়ের কাছে বায়না করেছিল বোরকা পরার। ওর মা তখন কিছুতেই বোরকা দিবে না। আসল কথা হল তখন ওর ১ বান্ধুবি বোরকা পড়ে আসতো ওর খুব ভালো লাগতো। ইফতির আম্মু ওই মেয়ে থেকে ইফতি কে দূরে রাখার জন্য কামরুন্নেসায় ভর্তি করে দেয় । ওখানে ঢুকে ইফতির বোরকার শখ চিরতরে ছুটে যায়। কারন ও এখানে এসে জানতে পারে বোরকা খুব আন-স্মার্ট পোশাক। এখানে এসে সে আরও জানতে পারে এই বয়সে ২/৪ টা ছেলে বন্ধু না থাকলে বান্ধুবিরা পাত্তা দেয় না । সবার দেখাদেখি কেমন করে যে ও বদলে যায় তা ওর মা-বাবা , ভাই এমন কি ইফতিও টের পায় না। মায়ের অনেক স্বপ্ন একমাত্র মেয়ে কে ডাক্তার বানাবে। কতো কি ভেবে রেখেছিলো অথচ শুধু একটু নৈতিক শিক্ষা দিতে পারেনি বলে আজ সব স্বপ্ন ভেস্তে যাচ্ছে। ইফতির এখন পড়ায় মন বসেনা , টিভি ছাড়া খেতে পারেনা , মাকে মা না বলে ‘মহিলা’ বলে! বাবার সাথে তো ওর কথাই হয় না ...... খুব কষ্ট পাই যখন ওকে দেখি। ওকে দোষ দেয়ার আমি কেউ না ওর বাবা মা কেও কিছু বলার নেই আমার। শুধু আল্লাহ্‌র কাছে দোয়া করি আল্লাহ্‌ যেন ওকে হেদায়াত দেন। এই সমাজে এর চেয়েও খারাপ উদাহরণ আছে যা আমি আপনি কম বেশী সবাই জানি। যেমন – মা নামাজ পড়ে অথচ মেয়ে কে নামাজের জন্য ডাকে না , মা বরকা পড়ে অথচ মেয়ে কে বরকা পড়তে দেয় না। আল্লাহ্‌ সবাইকে হেদায়াত দান করুন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
আমার ডিভাইস ভাবনা

আমার ডিভাইস ভাবনা

২২ জানুয়ারী ২০২৪

হৃদয়ে রক্তক্ষরণ

হৃদয়ে রক্তক্ষরণ

২৮ ডিসেম্বার ২০২৩

আমার বাচ্চা খায় না!!????

আমার বাচ্চা খায় না!!????

২৪ ডিসেম্বার ২০২৩

আক্রমনাত্মক দাওয়াহ!!!

আক্রমনাত্মক দাওয়াহ!!!

১৩ ডিসেম্বার ২০২৩

লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন