সাহিত্য

কষ্ট তুমি আর কত কষ্ট দেবে , , ,

কষ্ট তুমি আর কত  কষ্ট দেবে , , ,
একেক জনের কষ্ট একেক রকম, তিন তিন বার BCS ভাইবা দিয়ে ক্যাডার না হতে  পারার কষ্ট , SSC,HSC তে GPA ফাইভ পেয়েও কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না  হতে পারার কষ্ট , পারিবারিক কারণে শত ইচ্ছা থাকার সত্ত্বেও উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যেতে না পারার কষ্ট ,বরাবর ভাল রেজাল্ট করে আসা মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায়;শ্বশুর বাড়ির ইচ্ছায় পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার কষ্ট ,টানা কয়েক বার মন্ত্রী থাকার পর মন্ত্রিত্ব হারাবার কষ্ট ... না পাওার,হারাবার,না হওার কোন শেষ নেই ।তারপরও এই না পাওয়া,চাওয়া -পাওার অমিল গুলো নিয়েই কেন যেন বেঁচে থাকার চেষ্টা করতে হয়।।।      

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন