বিবিধ

আপনি জানেন কি?

আপনি জানেন কি?
১. ওয়ানডেতে বাংলাদেশের প্রথম জয় কোন দলের বিপক্ষে? >> কেনিয়ার বিপক্ষে, ১৯৯৭ সালে  ২. বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কাজ শুরু করে কবে?   >> ১৯৮৮ সালে ৩. ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায়?  >> ঈশ্বরদী, পাবনা ৪. বাংলাদেশে চা চাষ শুরু হয় কোথায়?  >> সিলেটের মালনিছড়ায় ১৮৫৪ সালে ৫. বাংলাদেশে মোট কতটি চা-বাগান আছে?   >> ১৬৩টি; সবচেয়ে বেশি মৌলভীবাজারে ৯০টি  ৬. ইন্টারনেট ব্যবহারে ৫১টি উন্নয়নশীল-স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশ কততম দেশ? >> ৩৩তম;   ৭. সংসদ সদস্যের উত্থাপিত বিলের নাম কী?  >> বেসরকারি বিল ৮. বাংলাদেশ টেলিভিশনে প্রথম প্রচারিত ধারাবাহিক নাটক কোনটি?  >> একতলা দোতলা (মুনীর চৌধুরী) ৯. গালিভার ট্রাভেলসউপন্যাসের রচয়িতা কে?  >> জোনাথন সুইফট ১০. চিলেকোঠার সেপাইউপন্যাসের রচয়িতা কে?  >> আখতারুজ্জামান ইলিয়াস ১১. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকের কথা বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?  >> ২২ নম্বর অনুচ্ছেদে ১২. ‘ওয়ানগালা’ উৎসব কোন আদিবাসীদের অনুষ্ঠান? >> গারোদের ১৩. বাংলাদেশের সরকারি ইপিজেড কতটি? >> ৮টি, প্রথম চট্টগ্রামে (১৯৮৩) ১৪. বাংলাদেশ পোলিওমুক্ত হয় কবে?  >> ২০০৬ সালে  ১৫. চতুর্থ প্রজন্ম (ফোরজি) ব্যবহার শুরু হয় কবে?  >> ২০০৬ সালে ১৬. পদ্মা নদীর মাঝি ছবির পরিচালক?  >> গৌতম ঘোষ ১৭. বাংলাদেশে এইডস রোগী শনাক্ত হয় কবে?   >> ১৯৮৯ সালে ১৮. Main Kampf-এর রচয়িতা কে?  >> এডলফ হিটলার ১৯. আমলার মামলা নাটকের রচয়িতা কে?  >> শওকত ওসমান ২০. Wi-Fi-এর পূর্ণ রূপ কী? >> Wireless Fidelity. সূত্র : প্রথম আলো

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন