উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

দৃষ্টি আকর্ষণ ও সিদ্ধান্ত গ্রহণ:

দৃষ্টি আকর্ষণ ও সিদ্ধান্ত গ্রহণ:
আজকাল পিসটিভি কিংবা নেটে ইসলামিক লেকচার, ভিডিও- সেই সাথে মার্কেটে সিডি সহজলভ্য হওয়ায় মুসলমানেরা যেমন নিজ ধর্মের ব্যাপারে আরো গভীরভাবে জানতে পারছে, তেমনি তাদের সাথে থাকতে থাকতে কিছু হিন্দুরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। তবে নিজের ধর্ম ত্যাগ করে মুসলমান হওয়াটা ছেলের ক্ষেত্রে সহজ হলেও মেয়ের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। নিজ পরিবার থেকেই খাবার বন্ধ করে দেয়া, মারধর করা কিংবা বের করে দেয়ার হুমকি। তবে, নিরাপত্তার প্রশ্নে মেয়ে যাবে কোথায়? বাস্তব ঘটনা বলি- প্রায় মাসখানেক আগে এক নওমুসলিম মহিলার সাথে কথা হয়। বিবাহিত, একটা মেয়েও আছে। এদিকে ইসলাম ধর্ম মেনে নেয়ায় তার স্বামী তাকে যেভাবে বেধড়ক পিটিয়েছে- চোখে পানি আসার মতো। তাছাড়া মেয়েটাকেও নিজের কাছে রেখে নিয়েছে। যাই হোক, তার বাসস্থান ও আর্থিক অবস্থার কথা জিজ্ঞাস করি। জানলাম- এক বোনের বাসায় আছেন। তিনি এখন নিরাপদে অন্তত আছেন- এটা জেনে সন্তুষ্ট হলাম। তবে সেই মেয়েটার কি, যে নিরাপত্তার অভাবে অন্তরে ইসলামের প্রতি টান থাকলেও মা-বাবার চাপকে উপেক্ষা করতে পারছে না? যাদের বিকল্প থাকা-খাওয়ার ব্যবস্থাও নেই? শুধু তাই নয়- আরেকটা ঘটনা বলি- মেয়েটা এমবিবিএস ডাক্তার, সুন্দরী, অবিবাহিত। হোস্টেলে থেকে পড়াশুনা করতো। মেয়েটা ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ায়, স্বাভাবিকভাবেই পরিবার থেকে টাকা আসা বন্ধ। যাই হোক, ঢাকার ওয়ারিতে অবস্থিত সালাউদ্দিন হাসপাতালে জব করে নিজের খরচ চালায়। তবে সমস্যা হয়ে দাড়ালো আরেকটা। নিরাপত্তা! সেই যে বললাম- সুন্দরী! আগে তার পুরুষ সহকর্মীরা তাকে (ভিন্নধর্মী হওয়ায়) যে দৃষ্টিতে দেখতো, এখন তাদের দৃষ্টিভঙ্গি পাল্টেছে। এদিকে মেয়েটার কাছে কাউকেই ভালো লাগতো না। তবে রীতিমতো তাদের টিজিং, জ্বালাতন সহ্য করতে হতো । এমন পরিস্থিতিতে একদিন শোনা যায়- সে পুনরায় হিন্দু হয়ে গেছে-কারণ হিসাবে সে বলে- ‘মুসলিম হওয়ায় অনেক ঝামেলা শুরু হয়ে গিয়েছিলো’। এ ঘটনা শুনে মাথা হেট হয়ে যায়- আমরা একটা নিরাপত্তা পর্যন্ত কাউকে দিতে পারলাম না! বিশেষ করে যারা নাওমুসলিম! তাই সিদ্ধান্ত নিয়েছি- তাদের জন্য কিছু করার। তাকে নিজ বাসায় কিংবা তার জন্য মাসিক ভাড়া দিয়ে হলেও কোথাও থাকার ব্যবস্থা করা, মাসিক টাকা প্রদান, কিংবা তার অর্থ উপার্জনের ব্যবস্থা করা- এসবে কি আমরা সহায়ক হতে পারি?

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন