উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

ছোট বোনের বিয়েতে বড় বোন কই?

ছোট বোনের বিয়েতে বড় বোন কই?
পৃথিবীতে আসা সব মানুষের বিয়ে হবেই- এমনটি আমরা বলতে পারি না। কারণ- বিভিন্ন কারণে অনেক ছেলেমেয়েদের অবিবাহিত অবস্থাতেই জীবন কেটে যায়। আবার অনেক দেখাদেখি করেও স্বাভাবিক বয়স পেরিয়ে গেলে অনেকেই বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তবে এই সব অবিবাহিত মানুষকে (বিশেষ করে মেয়েদের) পরোক্ষভাবে হেয় করা মোটেও কাম্য নয়।   আমাদের সমাজে দেখা যায়- কোনো কারণে বড় বোনের বিয়ে হয় নি, অতঃপর ছোট বোনের বিয়ে লেগে গেলে- বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা থেকে বড় বোনকে দূরে রাখা হয়। ‘তার বিয়ে হয় নি’-এটাই যেনো তার অপরাধ! আর এই অপরাধ (!) জিইয়ে রাখতে মেয়ের পরিবারও দায়ী। কারণ- বড় বোন অনুষ্ঠানে যেতে চাইলেও পরিবার থেকে বলা হয়-‘ছোট বোনের বিয়েতে তুই যাবি ক্যান? লোকে কি বলবে’? সুতরাং, বলার সুযোগ দিচ্ছে কারা?   হ্যা, আমরা অনেক সন্দেহপ্রবণ, অন্যের বিষয়ে অহেতুক অতিরিক্ত অনুমান করে থাকি। যদিও আল্লাহ রাব্বুল আ’লামিন  বলেছেন-“ হে ঈমানদারগণ, বেশি ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো, কারণ কোনো কোনো ধারণা ও অনুমান গুনাহ…” (সূরা হুজুরাত, আয়াত- ১২)। আর সমাজের এসব অনুমানের কারণে বিয়েতে সিরিয়াল ব্রেক করা যায় না। কারণ- ছোট বোনটিও জানে- আমি আগে বিয়ে করে ফেললে, আমার বড় বোনকে নিয়ে উদ্ভট কথা হবে…

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন