অনির্ধারিত

১০০ তে ১০০ এবং লেখালেখি ভাবনা

১০০ তে ১০০ এবং লেখালেখি ভাবনা
100 ব্লগে অনেক লেখালেখিই তো করলাম। আজ এই ব্লগে এটা আমার ১০০ নাম্বার লেখা। সাফল্য খুব বেশী কিছু নয়, নিজেকে লেখক লেখক ভাবতেও আমি এখনো নারাজ। কিন্তু প্রমথ চৌধুরীর সাহিত্যে খেলার কিছু কথা আমার খুব প্রিয় আর এই কলম ধরার পেছনের শক্তি হিসেবে কাজ করে। লেখালেখি একটা খেলার মতোই। মনের আনন্দ থাকলেই এই খেলা খেলা যায়। কিন্তু অন্য কারো মনোরঞ্জনের জন্য খেললে সেটা হয়ে যায় জুয়া খেলা। তাই হালের বাজারে কোন লেখাটা কাটবে এইসব ভেবে যারা লেখেন তাদের লেখার তেমন কোন তাৎপর্য পাইনা। আমি মনের আনন্দে লেখি। লেখতে ভালো লাগে। কেমন যেন নিজের ব্যক্তিসত্তার একটা অংশ হয়ে গেছে এই কলম চালানোর অভ্যাস। নানা বাড়ির অনেকের মাঝেই এই গুণ দেখেছি ছোট থেকেই। নানা নিজে একজন প্রফেসর ছিলেন, তার কুড়িটির মতো বই বের হয়েছে। নানার ছোট ভাই একজন প্রথিতযশা কবি। এক মামা আছেন, তিনিও গল্পকার। শুধু তাই নয়। আমার মা, তিনিও আমার চোখে একজন বড় মানের লেখিকা ছিলেন। শুধু কেউ জানতে পারেনি। তার মৃত্যুর পর ডাইরি পরেই তার কাব্য প্রতিভা দেখে নিজের ছায়া খুঁজে ফিরেছি।  তাই অনেকেই বলে এই অভ্যাস আমার বংশগত। কি জানি হতে ও পারে! আমি আপাতত এখন পর্যন্ত সিরিয়াস কিছুই লেখিনি। তবে ভবিষ্যতে ইচ্ছা আছে বৈ কি। তবে, জ্ঞানপাপী, এই শব্দটা খুব ঘৃণা করি। তাই এটাই প্রার্থনা করি, খুব মহাকাব্য বিশাল উপন্যাস নাই বা লেখতে পারি। কিন্তু যতোটুকু জানি ততোটুকুই যেন মানতে পারি। একটা ধাপ পার হলাম আজ এই ব্লগের সাথে। সিরিয়াস ব্লগিং উইকে দিয়েই শুরু। উই এর জন্য রইলো অনেক শুভ কামনা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)