উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

একটু তাদের কথা ভাবি...

একটু তাদের কথা ভাবি...
index রাত ৪ঃ১৪ মিনিট। দূর থেকে কানে ভেসে এলো মেয়েলি কন্ঠে গান। প্রায় প্রতিবছরই এলাকাভেদে এমন গানের আসর বসানো হয়। শুরু হতে হতে ১১ বা ১২টা, শেষ হয় মধ্যরাতে, কখনো বা আরো দেরী। প্রথমে কিছু বাংলা গান দিয়ে শুরু হলেও রাত বাড়ার সাথে সাথে শুরু হয় উত্তেজিত হিন্দি গান সেই সাথে উত্তেজিত জনতা। নেশায় টাল হয়ে থাকে। এমনও একবার খবর এসেছে-"নেশার ঘোরে দর্শক নাকি স্টেজে উঠে মেয়েটার সাথে বেয়াদবী করে বসে"।   এদিকে, গান গেতে ডাকা হয় এলাকার কিছু স্বঘোষিত গায়ক-গায়িকা (যাদের এদের সাথে সংশ্লিষ্ট ছাড়া কিংবা এসব আসরে যারা যায় তাদের ছাড়া কেউ চেনে না)। এছাড়া আপনারা হয়ত গুলিস্তান কিংবা এর আশেপাশে গলিতে কিছু স্বঘোষিত ডিজের (সেসব ছেলেমেয়েদের উদ্ভট পোষ্টার) হয়ত দেখেছেন।   যাই হোক, উত্তেজিত কন্ঠের মেয়ের গান ভেসে আসছিলো, আর আমি ভাবছিলাম- সেই মেয়েটাকে নিয়ে-   # আমি নিরাপদে বাসায় আর সে রাস্তায়- এমন পার্থক্য কেনো? # এই অসম্মানজনক কাজে সে গেলো কেনো? সে কি জানে না- এই পরিবেশে সে নিরাপদ নয়? # হতে পারে পরিবারে আর্থিক সঙ্কট- কিন্তু তাই বলে কোনো মেয়ে কি ইচ্ছে করে মাতালদের মনোরঞ্জনের কাজে আসবে? # এমনও হতে পারে- তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে দিয়েছে কিংবা বাবা নেই কিংবা পরিবারে ঠাই হয় নি বা হতে পারে পারিবারিক তেমন অনুশাসন নেই বা সে অবাধ্য... # কি করতে গিয়ে সে বিপথগামী হলো? যেখানে পৃথিবীতে সম্মানের সাথেও খ্যাতি পাওয়া যায়? উপায়ঃ এসব মেয়েরা নিজেদের ব্যাপারে সচেতন নয় বা হতে পারছে না- তা ধরে নিলাম। তবে সুযোগ পেলে অবশ্যই এদের সমস্যাগুলো শুনে নিজ থেকে এদের জন্য কিছু করা উচিত। এদেরকে আয়ের বিকল্প ব্যবস্থা করে দিতে হবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন