বিবিধ

নতুন বছরের কষ্ট!

নতুন বছরের কষ্ট!
ইংরেজি নতুন বর্ষের সবচেয়ে কষ্টকর জিনিস হলো- ‘বাড়িভাড়া বাড়িয়ে দেয়া’। এটা যেনো একটা রীতিই হয়ে পড়েছে। যারা ভুক্তভূগি তারাই এর যন্ত্রণা বুঝেন। বাড়িওয়ালার অজুহাত একটাই- ‘জিনিসপত্রের দাম বাড়ছে না’? জিনিসপত্রের দাম বিশেষ করে কাঁচাবাজারের পণ্যমূল্য বাড়ে আবার কমেও। তো, যখন কমে, তখন কি বাড়িওয়ালারা বলেন যে- ‘এ মাসে কিছু টাকা কম দিয়েন?’  ভাড়া বাড়ানোর পিছনে আরেক যুক্তি- ‘বিলের পরিমাণ বাড়ছে’। হ্যা, দুই-এক মাস আগে সরকার গ্যাসের নতুন বিল প্রস্তাবনা করেছে-যেটার বাস্তবায়ন এখনো দেখিনি। আর অন্যায়ভাবে বাস্তবায়ন হলে- এ আর নতুন কি? লুটেরা সরকারের স্বাদ মৃত্যুর আগ পর্যন্ত মিটবে না। আর গ্যাসের বিল অন্যায়ভাবে বাড়ানোর জন্য পুরো দেশের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে- এমন হয়ত হবেও না। তবে বলছিলাম- সেই সব বাড়িওয়ালারাদের কথা যাদের বিদ্যমান বাড়িভাড়া আদায় করে স্বাচ্ছন্দেই পরিবার নিয়ে জীবন চলে যায়। শুধু তাই নয়- খরচ শেষে সঞ্চয়ও করতে পারে। সুতরাং, এভাবে বছর প্রতি রীতি অনুযায়ী বাড়িভাড়া বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। এটাই সত্য যে- টাকার লোভ বড়ই খারাপ জিনিস। যেটা মানুষের মধ্যে তিনটি স্বভাব সৃষ্টি করে- # কাঙ্গালের ধন চুরি করতেও হাত কাঁপে না। # আত্মনিয়ন্ত্রণ বা অল্পতে তুষ্ট- এসব নিজ থেকে হারিয়ে যায়। # কৃপণতা দেখা যায়। যাক, অন্যায়কে অন্যায় ভেবে দূরে থাকার সঙ্কল্প করি…

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন