উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

==== নারী ====

==== নারী ====
নারী কি মেখেছ তোমার ওই ঠোঁটে? যা দেখে কবিরা পাগল হয়ে ছোটে! কি মায়া রেখেছ তোমার ওই দু'টি চোখে? যেখানে লেখকের কলম হাসে শখে? কি যাদু জানে তোমার নীল শাড়ীর ওই আঁচল? গায়কের সুর যেখানে থেমেই পাগল! কবিরা আজকে মত্ত তোমার প্রেমে। ক্ষুদিতের কান্না ঢুকেনা যে তার কানে! তারা লিখছে তোমার গুণের গল্পগাঁথা। তার চোখে পরেনা সমাজের অসারতা! লেখকেরা তোমার রূপের সাগরে বিভোর। রাখেনা তারা দেশের দশের খবর। তারা সুখ খুঁজে পায় তোমার অঙ্গপানে। লাশের চিৎকার পৌছেনা তার কানে! গায়কেরা আজ তোমার জন্য গায়। গায়না তারা তাদের জন্য,যারা নিঃস্ব অসহায়। নারী, এই কবি, এই লেখক,এই গায়ক চেয়েছিল এই দেশ? অশ্লীলতার চাদরে জড়িয়ে যুবকেরা হয় শেষ! এই কবিতায় সেই সব কবি, লেখক আর গায়কদের ধিক্কার জানানো হয়েছে যারা সাহিত্য সংস্কৃতি বলতে বুঝে কেবল নারীর দেহ আর নারীর আঁচল।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ