বিবিধ
Is Life Just A Game?

ওহে পূজিবাদী ধর্মনিরপেক্ষ বস্তুবাদী সমাজের আধুনিক তরুণ-তরুণীরা নিজেকে কেমন ধোঁকায় তুমি মোহাচ্ছন্ন রেখেছো?
আল্লাহ'র শপথ! তোমাদের "hollow inside" আর "pretending inclination" তোমরা কোথাও লুকোতে পারবে না। তা, এজন্যই যে যে অবাধ্যতার জীবন তুমি বেঁচে নিয়েছে তার পরিণতি এর চেয়ে ভালো আর কি হবে? বন্ধুদের সাথে “sarcasm” করে একে অপরকে পঁচানোর চেষ্টা করে, weekend এ বন্ধুদের সাথে আড্ডা, photo-session আর হারাম পানীয় গিলে পাপাচারে নিমজ্জিত থাকার যে খেলায় তুমি মেতেছো; তাতে কি তুমি ভাবছো পার পেয়ে যাবে? পাপাচারকে white lies, making love, gettin' high ইত্যাদি নামে euphesim এর যে শিল্পরুপ তুমি দিয়েছো, নিজের প্রবৃত্তির ইশারাকে Nike এর “Just do it” স্লোগানের মত প্রভুত্বের যে স্থানে তুমি বসিয়েছো তাতে তুমি মক্তি পাবে ভাবছো; কখনোই না। গান, মুভি আর টি-শার্ট-জিন্সে যে edge আর রুচিবোধের যে ধারে তুমি অপরকে কাটতে চাচ্ছো তাতে যে তুমিই কাটা পড়ছো তা কি লক্ষ্য করনা? Armani, Tommy Hilfiger, Gucci, CK, Levis,Polo Ralph Lauren, Lacoste, Gap, Adidas, Nike, Reebok এর মত নামীদামী ব্রান্ডসমুহ কি তুমি কি পরবে, কিভাবে পরবে তা ঠিক করছে না? তোমাকে কখনো ফিলিস্তিনি shawl, কখনো ক্রুশ কে style statement হিসেবে গিলাচ্ছে। তুমি কি ফ্যাশনের এই উন্মত্ততার কাছে varieable নও? কখনো French Cut, কখনো pointed beard রাখছো? Only just for craving attention. তোমার জীবনকে কারা dictate করছে তা কি ভেবেছো? punk আর rockstar হওয়ার জন্য কি তুমি দুনিয়ায় এসেছো? আচ্ছা বলতো এই high tempo আর ambition এর life lead করতে গিয়ে তুমি কবে শেষবার নিজের দামী খাবার উপভোগ করেছো?
You are in such a rush you are leaving your present unware. Isn't it?
তোমার জীবন কি টেনিসের Australian Open, French Open, Wimbledon, US open এর countdown? নাকি ফুটবল La liga, Champions League, EPL, Serie A, Bundes Liga এর season count? নাকি NBA, Formula-1, T20, Golf, Rugby র পরিসংখ্যান নখদর্পনে রাখায় ব্যস্ত তুমি? নাকি হলিউড-বলিউডের Billboard আর তথাকথিত তারকাদের Hit-Flop count? নাকি J.K Rowling, Robert Ludlum আর Dan Browne এর পরবর্তী প্রকাশনার অপেক্ষায় তুমি? সীমাবদ্ধ মানব মনের প্রতিফলন কি তোমার life এর perception কে ভোঁতা করে দিচ্ছে না? নাকি Linkin park, Slash এর পরবর্তী এ্যলবমের anticipation এ আছ তুমি? আচ্ছা তোমার icon দের মধ্যে অনেকে যেমন- এলভিস প্রিসলি, বব মার্লি গং রা আত্মহ... করলো কেন বলতে পারো? কিংবা তারা মাদকাসক্ত কেন থাকে? কিসের শূণতায় ভুগছে তারা? কখনো ভেবেছো?
আচ্ছা তুমি বাসায় একধরনের আচরণ, বন্ধুদের সাথে একধরনের আচরণের যে role তুমি play করছ; এই ছলনা কার সাথে করছো, কেন করছো? বাসায়, আত্মীয়-স্বজনের কাছে তোমার carrier expectation কি তোমাকে কি কখনো জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবার ফুসরত দিয়েছে? তোমার বন্ধুর বিদেশগমণে কিংবা তার MIT, Harvard, Stamford এ চান্স পাওয়ায়, কিংবা তোমার মতো potential এর একটি ছেলে যখন তোমার চেয়ে ভালো অবস্থানে থাকার কারণে নিজের সাথে blame game কেন খেলছো? তুমি যে জীবন যাপন করছো তাতে গান, মুভি, লাইফস্টাইল, ৬ ফুট উচ্চতা না থাকার হতাশা কিংবা ১৫ ইঞ্চি bicep না থাকার কিংবা ২৯ ইঞ্চি thigh না থাকার হতাশা কোন সহজতা এনে দিয়েছে? কিংবা তোমার arrogant sharp persona তৈরীর পেছনে যে সময় তুমি ব্যয় করেছো কিংবা rules of seduction নিয়ে যে ধ্যান করেছো তা কি তোমার হৃদয়ে প্রশস্তি বাড়িয়েছে না গোমর হতাশা? তুমি self-confession এ আসো; বন্ধুদের মধ্যে তোমার যে cool attitude নিয়ে থাকো একাকীত্বে কি তুমি তেমন cool? তুমি একাকীত্বে এত হতাশ কেন, এত শূণ্য কেন, এত রিক্ত কেন; কখনো কি ভেবেছো?
যদি তুমি ভেবো থাকো তবে কেন এমন হচ্ছে তা প্রশ্ন করো। আর যদি ভাবার ফুরসত না পেয়ে থাকো তবে নিজের জন্য কিছু সময় বের কর ভাবো। গভীরভাবে পর্যালোচনা করো আর নিজেকে প্রশ্ন করো:
"Are slave to music?"
"Are you slave to lifestyle?"
"Are you chasing mirage?"
"Are you following your desire and leaving conscience?"
”Why I am here?”
”What is my purpose?”
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)