উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

“আমরা কয়েক পদের রান্না ছাড়া ভাত খাই না”!

“আমরা কয়েক পদের রান্না ছাড়া ভাত খাই না”!
1521621_763106033724243_871514943019308203_n বাস্তবিক অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলা। কিছু মানুষের অভ্যাস এমন এবং তারা বেশ গর্ব করেই বলেন-“আমরা কয়েক পদের রান্না ছাড়া ভাত খাই না”। আবার অনেক পরিবারে এমনও দেখা যায় আর্থিক অবস্থা তেমন নয়, তবে তারা যে করেই হোক, পারলে মানুষের কাছ থেকে দাবি দেখিয়ে আর্থিক সাহায্য নিয়ে হলেও নিজেদের অভ্যাস বজায় রেখে চলেন। এক্ষেত্রে যে দুটো বিষয় চিন্তার- # এসব পরিবারের গৃহিণীদের কয়েক পদের রান্না তৈরি করতে গিয়ে দিনের অনেক সময় রান্না ঘরে কাটাতে হয়। সময় সঞ্চয় করে মনটাকে আরো কিছু উন্নতকাজ দেয়া যায় না। যদিও আমি মনে করি- গৃহিণীরা বাসায় থেকেও অনেক উন্নয়নমূলক কাজ করতে পারেন। তাদেরকে তেমন চিন্তার সময় দেয়া জরুরি।   # তাছাড়া কয়েক পদের রান্না খাওয়া পাবলিকদের মধ্যে খাদ্য অপচয়ের প্রবণতা লক্ষ্য করা যায়। সুতরাং, খাবার খান, তৃপ্তি নিয়ে উপভোগ করুন- তবে, উপরের দুটি বিষয় বোধ করি বিবেচনাধীন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন