বিবিধ

‘ফেয়ার অ্যান্ড লাভলি’ ও ‘রাধুনি’ সেরা, বাকি সব ভেজাল!!

‘ফেয়ার অ্যান্ড লাভলি’ ও ‘রাধুনি’ সেরা, বাকি সব ভেজাল!!
মার্কেটের একটি জনপ্রিয় ব্র্যান্ড যদি অন্যান্য কোম্পানীর প্রকাশ্যে নিন্দা করে কিংবা বলে- “সব কোম্পানী ভেজাল, আমাদের চেয়ে ভালো হওয়ার প্রশ্নই আসে না”- সেক্ষেত্রে মনে হয়- এটা ব্যবসায়িক নীতি নয় বরং শত্রুতা। যে কাজটা স্কয়ার গ্রুপের “রাধুনি মসলা” আর ইউনিলিভার গ্রুপের “ফেয়ার অ্যান্ড লাভলি” করছে। আমার পণ্য ভালো কিনা সেটা আমার পণ্যের গুণাগুণাই বিচার করবে। আর হ্যা, অবশ্যই নিজের পণ্যের জনপ্রিয়তার জন্য প্রচার- প্রচারণার প্রয়োজন, শুধু তাই নয় কোয়ালিটি ঠিক রেখে, মার্কেটে চাহিদা বিবেচনা করে পণ্য সরবরাহ + মূল্য নির্ধারণ ও লভ্যাংশ হিসাব করাটাও জরুরি। তাছাড়া নিজের বিশুদ্ধতা প্রমাণ করতে অনেক সময় নতুন পণ্যের বিনামূল্যে বিতরণও লক্ষ্য করা যায়। একবার পাবলিকের বিশ্বস্ততা অর্জিত হলে তখন নির্ভেজাল পণ্যের মূল্য কিছু টাকা বেশি হলেও পণ্যের প্রতি মানুষ আকৃষ্ট হয়। কারণ- কেউ ইচ্ছা করে ভেজাল খেতে চায় না। কিন্তু বিজ্ঞাপনে আমরা চাইলেই অন্য কোম্পানীর পেটে লাঠি মারতে পারি না। ধরে নিলাম- “রাধুনি”, “ফেয়ার অ্যান্ড লাভলি”- সেরা- কিন্তু তাই বলে মসলা জগতের অন্যান্য গ্রুপ তথা আরকু, বিডি, রাণী মসলা ইত্যাদি- এরা ভেজাল-এটা প্রমাণ ছাড়া বলা একটা অপরাধ। আর সেই সব গ্রুপ চাইলেই নিজের বিশুদ্ধতার প্রমাণ দিতে রাধুনি যে কুৎসা রটাচ্ছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিতে পারে। এদিকে “ফেয়ার অ্যান্ড লাভলি”- বলছে- “বিদেশী পণ্য আপনাকে তেমন ফেয়ারনেস দিবে না, যেটা আমরা দিবো, তাই কেনো কিনবেন”? তাহলে একটা কথা বলতেই হয়- ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড লন্ডন ভিত্তিক মূল ইউনিলিভার গ্রুপের একটা বাংলাদেশী শাখা। সুতরাং সে দেশী পণ্য হলো কি করে?

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন