উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

কবিতা এবং আমি (২)

কবিতা এবং আমি (২)
kobita আমরণ সঙ্গী কবিতা! সত্যি করে বলো; তুমি ভালো আছো? আমার অনলে নিষ্পেষিত হয়ে কি করে আজও বেঁচে আছো? আমার জীবনতো শুধু অবিরত লোনাজল, আর তোমার সহচর্য, প্রতিনিয়ত নিত্যনৈমিত্তিক পুনরাবৃত্তি; শুধু নতুন চন্দ্র ও সূর্য।   কবিতা! তোমার মনে আছে সেই প্রতিদিনকার কথা? ওই সেই- তা-ধিন, তা-ধিন নৃত্য গীত, আর রাতের বেলায় থার্মোমিটার। ডুকরে উঠে তফাৎ খুঁজতাম এই নিজ-সত্তা আর বারবনিতার। আজও আছি অন্বেষণে- গান কিংবা নাচের বিদ্যাপীঠের উদ্দেশ্য; অতিথির আগমনে প্রদর্শনেচ্ছায়  মাতৃদেবীর আনন্দের মর্মার্থ।   কিন্তু! কৌতূহলী হাজার চোখ, কোন এক নজরুল সঙ্গিত পরিবেশন, মুহুর্মুহু হাত তালিতে সমগ্র গার্লস স্কুলে কম্পন, অদ্ভুত এক শিহরন। তারপর; প্রশান্তির রাত্রি। সে স্মৃতি আজও করে তোলে মোহাবেষ্টিত, আচ্ছা! স্তুতি আমায় আনন্দ দিয়েছিল! আনন্দ কি তবে অসঙ্গায়িত?   কবিতা! সেই দিনটিতেও তুমি আমার সঙ্গী ছিলে। যেদিন- মা হঠাৎ রহস্যময়ী হয়ে গোপনে ডেকে নিয়েছিল নির্জনে-নিভৃতে, বলেছিল; আমি নাকি বড় হয়েছি। অভিনন্দন নারীত্বের আঙিনাতে, মাগো! বাল্যকাল কি? কোথায় সে? বাল্যকাল চাই আমি আজীবন। আমার বাল্যকালের কি অকাল মৃত্যু হয়েছে? নাকি নেয়নি  জনম? কবিতা! কল্পনার রাজত্বে তুমি আমায় দিয়েছো বাল্যকালের সন্ধান। ধন্যবাদ। আমি পেয়েছি মিথ্যে স্বপ্নের বাল্যকাল আর তার সন্তান। (চলবে ইন শা আল্লাহ)

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ