উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

যেকারণে অসমর্থনযোগ্য… পর্ব-১

যেকারণে অসমর্থনযোগ্য… পর্ব-১
প্রতিবছর সুন্দরী প্রতিযোগীতা তো আছেই সেই সাথে এখন লাক্সের একটা সাবান বের হলেও লাক্স সুন্দরীরা অশালীন ড্রেসে ক্যাট-ওয়াক করে স্টেজ পারফর্ম করেন। যেমনটি হয়েছে গত মঙ্গলবার চ্যানেল আইয়ে। তবে আমার মনে হয় না- একটা মেয়ে পর্দা করে চলুক বা না চলুক- এসব সুন্দরী প্রতিযোগীতাকে  সমর্থন করতে পারে। কারণ- # এতে মেয়েদের গোপনীয়তার প্রদর্শন হয়। # মেয়েদের পণ্য হিসাবে দেখানো হয়। দেখো, বিচার করো, বেছে নাও। # নারীর শুধুমাত্র (অবশ্যই ফর্সা হতে হবে) সৌন্দর্যকেই বড় করে দেখা হয়। # শোবিজে অনায়াসে জায়গা নয় বরং একাধিক প্রেম, ভাঙ্গণ, পরকিয়া’র দিকে ঠেলে দেয়া হয়। # মেয়েদের কয়েক মাস ক্যাম্পে রেখে নিঃলজ্জতার প্রশিক্ষণ দেয়া হয়। আর এটাকেই মুক্তচিন্তা, স্বাধীনতা হিসাবে প্রচার করে। আর এই প্রতিযোগীতা ছোট করে দেখতে শিখায় সেসব মেয়েদের যারা- # কালো/ শ্যামবর্ণ # যারা নারীদের সৌন্দর্য দিয়ে বিচার করে না। # যারা লজ্জাশীল। # যারা নারীকে পণ্য মনে করে না। মানুষ ভাবে। # যারা রক্ষণশীল। তাই ঘৃণা লাগে এসব আয়োজনকে যারা নারীদের সৌন্দর্য নিয়ে ব্যবসা করে। আশা করি- সচেতন মেয়েরাও এসব প্রত্যাখান করে এক কাতারে দাঁড়াবে।  চলবে…

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন