পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )

সুজন ভায়ের বিয়ে - 'অন্যের আয়নায় নিজেকে দেখা'

সুজন ভায়ের বিয়ে - 'অন্যের আয়নায় নিজেকে দেখা'
আলহামদুলিল্লাহ। অবশেষে আমাদের প্রিয় ভাই Omar Suzon (Omar Faruque Suzon) ও ঢাবির এক বোন (জুলফাতুন্নেসা) এর শুভ বিয়ে সম্পন্ন হল। আর সে সাথেই হয়ে গেল আমাদের ছোট-খাট এক গেট-টুগেদার। যদিও খুব মিস করেছি Mahbub Ul Alam vai, Abdul Kader vy সহ আরো অনেক কে। তবে যাদের সাথে দেখা ও কথা হলো সেটাও অনেক আন্দন্দের। জীবনের এক প্রান্ত সীমায় পৌঁছে যখন আমরা আরবীর গুরুত্ব উপলব্ধি করে তা শেখার চেষ্টা করছি, তখন আমাদের Omar Suzon ভাই বিয়ে করেই বোনাস হিসাবে পেয়ে গেলেন এক গৃহ শিক্ষক (কারণ, ভাবী অ্যারাবিক স্টাডিজে অনার্স, মাস্টার্স), যিনি হবেন তার 'আরবী শিক্ষার' গুরু। শুভ ও কল্যাণময় হোক তাদের পথ চলা। বিয়েতে আমরা দুজনেই উপস্থিত থাকায় বর-কনে বিদায় পর্ব শেষ করেই আসতে হল। সে কারণেই কিছু অতিরিক্ত সময় পেলাম তৌহিদ ভাই এর অভিজ্ঞতাসঞ্জাত কথা শোনার। সূযোগ পেয়ে বললাম, ভাই সংসার জীবনের কিছু পরামর্শ দিন- সংসারে কতটুকু পর্যন্ত ছাড় স্বামীদের দেয়া উচিত।উত্তরে হেঁসে দিয়ে তৌহিদ ভায়ের ছোট্ট প্রশ্ন ছুঁড়ে মারা- এ প্রশ্ন কেন? হেঁসে দিয়ে বললাম, আর কিছু নয়, নিজেকে একটু অন্যের আয়নায় দেখে নেয়ার চেষ্টা আর কি? নিজের আয়না তো সব সময় সঠিক ছবি দেয়না। আমি যেমনটি চায়- সে সেটাই সামনে আনে। তাই ভাবলাম, দেখে নিই না, নিজের চেহারাটা অন্যের আয়নায়।আর সেটি সুন্নাতও বটে। সাহাবীরা একত্রিত হলে, তো একই জিনিস বার বার জিজ্ঞেস করে নিজেদের আমল টা দেখে নেয়ার প্রচেষ্টাই বিভোর থাকতেন। তৌহিদ ভায়ের মুখনিঃসৃত সেই বাণী, অবশেষে, পাওয়া গেল। বললেন, সংসার সুখী করতে হলে প্রয়োজনঃ ০১. সব সময় মহান প্রভুর নিকট প্রার্থনা করতে হবে নিজেদের সংসার কে সুখী করার জন্য, সৎ ও পবিত্র সন্তান কামনা করে; ০২. 'রাণী'দের ছোট-খাট ভুলত্রুটি কে এড়িয়ে যেতে হবে, ক্ষমা করা শিখতে হবে।কোন ভুল-ত্রুটি চোখে পড়লে আবেগীয় মুহুর্তে তাদের সামনে তুলে ধরা যেতে পারে; ০৩. তাদের ভাল কাজের প্রশংসা করা; ০৪. "রাণী" অর্থাৎ বউ এর পক্ষের আত্মীয়-স্বজনদের অনার করতে হবে। সুন্দর ভাষায় তাদের সম্বোধন করতে হবে। এতে সেও বর পক্ষের লোকজনদের সাথে অনার করে কথা বলা শিখবে; ০৫. কোন বিষয়ে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য হলে, সামষ্টিক আলোচনা বা পারিবারিক বৈঠকের মাধ্যমে তা যৌক্তিকভাবে আলোচনা করা যেতে পারে। ভাল লাগল, বড় ভায়ের পরামর্শ। নিজেকে এবার জাজ করতে পারব। এই উপদেশ শুনেই বিদায় জানাতে হল বিয়ে বাড়ীর পর্ব। ধন্যবাদ সুজন ভাই, ধন্যবাদ তৌহিদ ভাইকে। [caption id="attachment_2038" align="alignnone" width="300"]বিয়ে পরবর্তী বিদায়পূর্ব ছবি। বিয়ে পরবর্তী বিদায়পূর্ব ছবি।[/caption] ************************************************

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
আমার ডিভাইস ভাবনা

আমার ডিভাইস ভাবনা

২২ জানুয়ারী ২০২৪

হৃদয়ে রক্তক্ষরণ

হৃদয়ে রক্তক্ষরণ

২৮ ডিসেম্বার ২০২৩

আমার বাচ্চা খায় না!!????

আমার বাচ্চা খায় না!!????

২৪ ডিসেম্বার ২০২৩