সাহিত্য

আত্মসমালোচনা

আত্মসমালোচনা
যেখানে উদার আকাশ অগনিত তারকারাজি নিয়ে আলোকোজ্জল হয়, সেখানে তাকিয়ে থাকি সেখানে তাকিয়ে খুঁজে নিই আনন্দ অবারিত, আমি খুঁজি অসংখ তারকার মধ্যমণি ঐ চাঁদকে_ যে অবিরাম দিয়ে যেতে থাকে ভালোলাগার প্রতিশ্রুতি। আমি তাকিয়ে থাকি ভোরবেলা জ্বলে ওঠা লাল সুর্যের দিকে, অসংখ আলোকরাশি নিয়ে যে উদিত হয় মানবতার সফলতা কামনা করে। ভাবতে থাকি, এতোটা নিঃস্বার্থ ওরা? আমি কী হতে পেরেছি ওদের মতো? মাথা নত হয়ে আসে না! আমি হতে পারিনি আমি কখনো একজন প্রতারক, কখনো বা স্বার্থপর এই আমি অনুভব করি, আমার কতটা লজ্জিত হওয়া জরুরী............ বিবেকের কাছে লজ্জিত হই আমি নাকী শ্রেষ্ঠ জীব!! হেসে ওঠে বিবেক বলে, শ্রেষ্ঠ জীব হয়ে নিজের মর্যাদা রেখেছো কী?? আরো নত হই আমি লজ্জায় দৃষ্টি উঠাতে পারিনা। আমি হতে পারিনি উদার, হতে পারিনি মহৎ মানবতার মানসিকতা হারিয়ে কখনো হয়তো হয়েছিলাম নির্লজ্জ কোন প্রাণীর মতো।। এই আমি হয়তো আজও এমনই............ তবে, অনুতপ্ত অনুভূতিরা ঘুরছে চারপাশে এখনোতো সময় আছে শুধরে নেয়ার নিঃশ্বাসতো চলছে এখনো,তবে দেরী কেন? বিবেক আবারো বলে ওঠে, "তুমি মানবিক হও, তাকিয়ে দেখ পাশের সেই মলিন শিশুটির দিকে, যার একবেলাও পেট ভরে খাওয়া হয়না, তাকিয়ে দেখ, বিদ্ধস্ত, বিপর্যস্ত অসহায় কেন মানুষের দিকে_ আর নত হয়ে যাও অসীম সেই অদৃশ্যের কাছে, তবেই তুমি সফল বাধ্য আর, মানবিকতা সম্পন্ন মানুষ হতে পারবে।।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন