সাহিত্য

এসো একটা আয়না নিয়ে ঘুরি

এসো একটা আয়না নিয়ে ঘুরি
  এসো, মনে একটা আয়না নিয়ে ঘুরি, আকাশ অনেক বড়- ওই আকাশে একই সঙ্গে উড়ি । এটা এমন একটা আয়না, যাতে চামড়া দেখা যায়না । যাতে যায়না দেখা পোশাক সজ্জা প্রসাধনীর বাহার, যাতে খুঁজে পেতেও পারো তুমি স্বীয় আত্মার আহার। শুধু শুনো আমার বানী- দেখো নি কো অন্তর খানি, এখানে সকল মনের মাঝে , সেথায় একই সত্য বাজে, সেথায় বিশ্বাসীদের মিল- সেথায় আনন্দরা ঝিলমিল। চলো আয়না হয়ে যাই, হেরার আলোর দিশা পাই। সত্য জ্বলে ধুয়ে দিয়ে কলুষিত প্রাণ- সাক্ষী থাকুক এই পৃথিবী , জমিন ও আসমান। চলো, একটা আয়না নিয়ে ঘুরি, যেটা যায়না করা চুরি, তোমরা সবাই সাগর নুড়ি , একেকটা পদ্ম ফুলের কুড়ি তোমরা ফোটাও যতো ফুল ঘুচাও কালের ভুল আমরা আয়না হতেই চাই, চলো আয়না হয়েই যাই। এটা এমন একটা আয়না- যাতে রূপের আলো দেখা যায়না। যতো ত্রুটি এবং ভালো দেখা যায় যে মনের আলো। চলো সবাই আয়না হই আঁধার রাতে মশাল হাতে বিনিদ্র জেগে রই।  

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)