বিবিধ

শুভ কামনা Women Express!! :)

শুভ কামনা Women Express!! :)
1899996_668614926507984_977616458_n   মাঝে মাঝে সাহিত্যিকদের গুরুগম্ভীর আলোচনায় এতটুকু হয়ে যাই! মনে হয়, পথ ভুলে ভুল আড্ডায় ঢুকে পড়েছি। উড়নচন্ডী ফাঁকিবাজ মনটা অন্যদের বিদ্যের পাহাড় দেখে থমকে যায়। কবে আর জানা হবে এত এত কিছু!? এত সমৃদ্ধদের আড্ডায় নিজেকে হীন মনে হয়। হাসফাস করি, খুঁজে বেড়াই নিজের মত কিছু। আমি যে বাধাধরা নিয়মে চলতে জানিনা! তাই এ গলি ও গলি ঢু মারি একটা ডায়াসের খোজে যেখানে আমি আমার মত করেই বলবো। নিজের গতিপথ তৈরী করে নেবো নিজে...ই। যেখানে ব্যাকরণের ব্যারিকেড থাকবেনা, অগ্রজের তৈরী পথেই চলতে বাধ্য থাকবো না, মর্মমূলে ফোটা ছন্দের কুঁড়ি যেখানে স্বমহিমায় নিজ রঙে, নিজ ঢঙ্গে বিকশিত হবে।  উদভ্রান্তের মত ছুটছিলাম ভেতরে ভয়ে ভয়ে একটা অতিকায় স্বপ্ন লালন করে। যে স্বপ্নের কথা কাউকে বলে বোঝানো যায়না। যে স্বপ্নকে আসলে শব্দের শেকলে, কোনো আকৃতিই দেওয়া যায়না। তাই রেখেঢেকে চলতাম। তারপরও কিভাবে যেন ধরা পড়ে গেলাম। আমারই মত কিছু মানুষের অনুসন্ধানী চোখে আমার গোপনে রোপিত চারার বাড়ন্ত সবুজ ধরা পড়ে গেল। তারাও সাগ্রহে কাছে টেনে নিল। আমি এতটুকু মানুষটা ইতস্তত করে কান পাতলাম। আর উচ্ছসিত হয়ে খেয়াল করলাম নিজেদের ভাবনার মিল। আশ্বস্ত হলাম এই ভেবে যে, আমি একা-ই এমন করে ভাবিনা। আর এভাবেই নিজেদের ভাবনার সীমা আরো আরো প্রসারিত করার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে গড়ে উঠল Women Express.... শুভ কামনা Women Express! পথচলা শুভ হোক! :) 

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ