উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

থাক! আমি নিজ হাতেই পরছি!

থাক! আমি নিজ হাতেই পরছি!
জুতা কিনতে গেলে এক বিরক্তিকর অবস্থার মধ্যে পড়তে হয়। কোনো জুতা একটু দেখতে চাইলেই হলো। দোকানের কর্মচারী- “আপা বসেন, পায়ে দিয়েই দেখেন, দাঁড়ান আমি পড়িয়ে দেই”। এই বলে নিজ হাতে আমাদের জুতা পরিয়ে দেয় আর এভাবেই পরপুরুষ আমাদের পায়ে হাত দেয়। অনেকের কাছে জিনিসটা হালকা লাগে- "থাক! পা-ই তো! একটু পরিয়ে দিয়েছে তো কি হয়েছে"? কিন্তু প্রকৃতই ব্যাপারটা হালকা নয়। ধরে নিলাম- কর্মচারী ভালো মানুষ, ব্যবসায়িক স্বার্থে জুতাটা বিক্রির আশায় বিক্রেতা পটানোর জন্য কিংবা নতুন জুতা টাইট থাকে তাই নিজেই বিক্রেতাকে পরিয়ে দিচ্ছে। কিন্তু তাই বলে- আমাদের মেয়েদের একটু সচেতন হওয়া উচিত। কারণ কোনো ভদ্র মেয়েই চাইবে না, পরপুরুষ তার গায়ে স্পর্শ করুক, সেটা পা-ই হোক না কেনো। তাই জুতা কিনতে দোকানী যখন পরিয়ে দিতে চাইবে তখন আমাদের বলা উচিত- “থাক, আমি নিজ হাতে পরছি”।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন