বিবিধ

কিছু প্রিয় গান,কিছু মূহুর্ত..

কিছু প্রিয় গান,কিছু মূহুর্ত..
1527053_666799200037015_2107428161_n   সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি ভাব... আলসেমি ওয়েদারের দরুন আজ আর অফিস যাওয়া হলো না! না না,ভাববেন না,আমি ফাঁকিবাজ এমপ্লোয়ি! বাট আজকের দিনে কিভাবে কিভাবে যেনো  ছুটি ম্যানেজ করে ফেললাম! :-D সকালের মধ্যেই সারাদিনের খাবারের ঝামেলা শেষ করে বসে গেলাম অনলাইনে। সোস্যাল সাইট'স,আর ব্লগ ঘুরতে ঘুরতে চলে আসলাম এই ব্লগে... বৃষ্টিদিনে পুরনো গান শোনার মজাই আলাদা। সেই পুরোনো দিনের কিছু গান,কিছু সুর আর অসাধারন আবহাওয়া... আপনারাও না হয় শুনুন আমার সাথে! :)  *আমার সারাটা দিন,মেঘলা আকাশ বৃষ্টি,তোমাকে দিলাম...  শ্রীকান্তের এই গানটা আমার ভীষন প্রিয়,মন ছুঁয়ে যায় যেনো।  https://www.youtube.com/watch?v=S8IbbBUcejY      *ওগো বৃষ্টি আমার,চোখের পাতা ছুঁইয়ো না ...  হৈমন্তি শুক্লার কন্ঠে গানটা যতোবার শুনি,কি এক অজানা অনুভূতিতে মনটা কেমন যেনো উদাস হয়ে যায়!  https://www.youtube.com/watch?v=4msznN-Tqnc   *আজ এই বৃষ্টির কান্না দেখে...  নিয়াজ মোহাম্মদের সেই অসাধারন গান। এতো মমতা আর দরদ দিয়ে গানটা গেয়েছিলেন যে,দিনের পর দিন চলে গেলেও সেই মায়া আজো অনুভব করা যায়।  https://www.youtube.com/watch?v=6yv5JDsrLBU  শত ব্যস্ততার মাঝেও কিছু সময় কাটুক সবার প্রিয় সুরের সাথে,খানিকক্ষন নিজের ভালো লাগার সাথে,এই প্রত্যাশা রইল :) ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ