উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

কালো-রাই ভালো :-)

কালো-রাই ভালো :-)
বান্ধবীঃ জানো, বিয়ের ক্ষেত্রে আমার কালো ছেলে পছন্দ। আমিঃ (অবাক হয়ে) জীবনে প্রথমবার কারো মুখ থেকে এমন কথা শুনছি। সবাই তো বলে, আমার স্বামী যাতে মডেল কিংবা ফিল্মের মতো হিরো হোক.. সেঃ না, সত্যি বলছি, আমার কালো পছন্দ। আমিঃ কেনো? সেঃ কারণ, তুমি দেখবা- যারা অনেক ফর্সা-সুন্দর হয় তারা মেয়েদেরকে পটানোর ধান্দায় থাকে। আবার বড়াই করে বলে- "মেয়েরা আমার জন্য পাগল!”  আমার এক মামাতো ভাই। অনেক ভর্সা। সেদিন আমাকে এসে বলেঃ “ইশ! মেয়েরা আমার পিছুই ... ছাড়ে না”। আমিঃ হুম… সুতরাং সেই হিসাবে বলা যায়- কালো মেয়েরাই ভালো। গণহারে মেয়েদের ফেয়ার অ্যান্ড লাভলী লাগানোর কি দরকার? অযথা! কার জন্য?

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন