পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )

সব কিছু হয় কিন্তু বিয়ে নয়

সব কিছু হয় কিন্তু বিয়ে নয়
 সব কিছু হয় কিন্তু বিয়ে নয় :-D ........................... কেস স্টাডিঃ ১- কোন কারনে সেন্ট গ্রেগরি, সেন্ট টমাস স্কুলের সামনের রাস্তা দিয়ে হাঁটছিলাম গতকাল সন্ধ্যায়। সন্ধ্যার আধো আধো আধারে গলির মুখে এক প্রেমিক যুগল। কি কারনে যেন একটু দাঁড়িয়েছি। মোহ ভেঙ্গে কর্ণ চক্ষু ওদিকটায়। কথা বার্তায় যা বুজলাম, অনার্স পড়ুয়া ছেলেটি আর মেয়েটি সবে কলেজ। সম্পর্কও বেশ পোক্ত বয়সেই পওছেছে বলে মনে হয়। সাধারণত যা হয়, সম্পর্কের সমায় জত বারে মেয়েরা নাকি বিয়ের পিরিতে বসতে উঠে পরে লাগে ! কিন্তু ততোক্ষণে সময় যে বড়োই অমঙ্গল ! এতদিনের গভীর প্রেম ভালোবাসায় পাওয়া (.........।।) সব কিছুতে মন এমনিতেই ফুরফুরে, ছেলের আর বিয়ের প্রয়জন কি? শুধু ছেলেই বা বলছি কেন, আজকাল মেয়েরাও কম কিসে? যাইহোক মেয়েটি বিয়ের কথাই বলছে , আর ছেলেটি বকছে আবল তাবোল ! কত সুন্দর জ্ঞান গর্ব কথা...।! বলছে - গ্রাম থেকে এসেছি পরা লেখা করতে। অনেক কষ্টের জায়গা ঢাকা শহর। মদ্ধবিত্ত পরিবারের সন্তান আমি। বড় ভাই অনেক কষ্ট এবং আশা নিয়ে আমার পিছনে টাকা ঢালছে। তাদের মুখে কীভাবে চুনকালি দেই বল? এটা সম্ভব না। আমার দারা এটা কখনই সম্ভব না ইত্যাদি ইত্যাদি কত বানী............।! দু এক মিনিটের এতগুলো সব্দে যেন কানের পর্দা ফেটে যাচ্ছিল। এতক্ষণে মেয়েতির চোখ বেয়ে পানি...! আবেগ সামলানো বড়োই কঠিন। হৃদয় মন হাহা করে উঠতে লাগল। আর অপেক্ষা নয় তারাতারি বাসায় পোঁছতে হবে। চলে এলাম...............

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
আমার ডিভাইস ভাবনা

আমার ডিভাইস ভাবনা

২২ জানুয়ারী ২০২৪

হৃদয়ে রক্তক্ষরণ

হৃদয়ে রক্তক্ষরণ

২৮ ডিসেম্বার ২০২৩

আমার বাচ্চা খায় না!!????

আমার বাচ্চা খায় না!!????

২৪ ডিসেম্বার ২০২৩

আক্রমনাত্মক দাওয়াহ!!!

আক্রমনাত্মক দাওয়াহ!!!

১৩ ডিসেম্বার ২০২৩

লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন