বিবিধ

বৃষ্টিস্নাত এই আমি।

বৃষ্টিস্নাত এই আমি।
10277874_235976459927365_7908113170514233915_n   বৃষ্টির জলে মন ভেজাই। ভেজা ঘাসের আলপনা।   সাদা কাগজে স্বপ্ন আঁকি। কালো কালির মূর্ছনা।   দুঃখের সাথে সন্ধি করি নীরব রাতের বন্দনা।   তারার সাথে কথা বলি কল্পলোকের গল্প না।   চাঁদের সাথে ছন্দ তুলি মিথ্যে আশার জল্পনা।   পাখির সাথে মিতালি গড়ি একাকী মনের সান্ত্বনা।   নিবিড় সুখের ঘর বাঁধি এ যে শুধু কল্পনা।   এমন করেই চলছে জীবন তেমন একটা মন্দ না।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন