বিবিধ

আমি বার বার হারাই।

আমি বার বার হারাই।
সন্ধে তারার মিতালী গেয়ে শোনায় গীতালি। স্বপ্নগুলো মেঘের ভেলায় ভেসে বেড়ায় শ্বেত আভায়। এ কোন কায়ায়, এ কোন ছায়ায়, আমি হারাই তার মায়ায়।   দুর্গম গিরির পথ মাড়িয়ে নিশুতি রাতের কালো ডিঙিয়ে। শুভ্র আবীর রং মাখিয়ে কোমল প্রভাত পরশ বুলায়। এ কোন কায়ায়, এ কোন ছায়ায়, আমি হারাই তার মায়ায়।   কাঙ্ক্ষিত সুখের সানাই বাজে প্রভাত রবির উষ্ণ আলো আশার প্রদীপ জ্বেলে রবো গুপ্ত মনের সুপ্ত চিলে কোঠায়। এ কোন কায়ায়, এ কোন ছায়ায়, এ কোন বেদনায় উদ্বেলিয়া উঠে হৃদয় কানায় কানায়।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন