ধর্ম ও গবেষনা

বৃষ্টির দু'আ

বৃষ্টির দু'আ
stock-footage-little-muslim-girl-praying-in-sunset-silhouette     প্রচন্ড গরমে আমরা সবাই অস্থির। তার সাথে লোড শেডিং তো আছেই। অন্যান্যবারের চাইতে এইবার রেকর্ড পরিমাণ তাপমাত্রা ছিল। সামনে কি হবে বলা যায় না। বৈশাখের এই অসহ্য গরমে আমাদের একমাত্র স্বস্তি এক পশলা বৃষ্টি। সকলের এখন একটাই চাওয়া, হে খোদা বৃষ্টি দাও। অবশ্যই সকল প্রশংসা আল্লাহ্‌র এবং তিনি ছাড়া কোনো কিছুই সম্ভব না। তাই আসুন আল্লাহ্‌র কাছে বৃষ্টি চাই উত্তম পন্থায়। আব্দুল্লাহ উবনে যুবাইর (রাঃ) যখন মেঘের গর্জন শুনতেন তখন কথা বলা বন্ধ করে দিতেন এবং কোরআনের এই আয়াত পাঠ করতেনঃ “সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা’দু বিহামদিহি ওয়ালমালাইকাতু মিন খীফাতিহি।” অর্থঃ “পাক-পবিত্র সেই মহান সত্ত্বা-যার পবিত্রতার মহিমা বর্ণনা করে তাঁর প্রশংসার সাথে মেঘের গর্জন এবং ফেরেশতাগণও তাঁর মহিমা বর্ণনা করে তাঁর ভয়ে ভীত হয়ে।” (মুয়াত্তা-২/৯৯২) বৃষ্টি প্রার্থনার দু’আঃ “আল্লা-হুম্মাসকেনা গায়সান মুগীসান মারীয়ান মারি’আন নাফেয়ান যাররিন আজিলান গায়রা আজিলিন।” অর্থঃ “হে আল্লাহ্‌! আমাদেরকে এমন বৃষ্টির পানি দান করো যা সুপেয়, ফসল উৎপাদনকারী, কল্যাণকর, ক্ষতিকারক নয়, শীঘ্রই আগমনকারী; বিলম্বকারী নয়।” (আবু দাউদ-৩০৩) বৃষ্টি বর্ষণের সময় দু’আঃ “আল্লা-হুম্মা সায়্যিবান নাফিআন।” অর্থঃ “হে আল্লাহ্‌! মুষলধারায় উপকারী বৃষ্টি বর্ষাও।” (বুখারী, ফতহুল বারী-২/৬১৩) বৃষ্টি বর্ষণের পর দু’আঃ “মুতিরনা বিফাযলিল্লাহে ওয়ারাহমাতিহি।” অর্থঃ “আল্লাহ্‌র ফসল ও রহমতে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে।” (বুখারী-১/২০৫)   বৃষ্টি বন্ধের দু’আঃ “আল্লা-হুম্মা হাওয়ালায়না অলা’আলাইনা আল্লা-হুম্মা আলাল-আকামে অযযারাবে ওয়াবুতুনিল আওদিয়াতে ওয়ামানাবেতিশ শাজারে।” অর্থঃ “হে আল্লাহ্‌! আমাদের পার্শ্ববর্তী এলাকায় বর্ষণ করো, আমাদের উপর নয়। হে আল্লাহ্‌! উঁচু ভূমিতে ও পাহাড় পর্বতে, উপত্যকা অঞ্চলে এবং বনাঞ্চলে বর্ষণ করো।” (বুখারী-১/২২৪) আল্লাহ্‌ আমাদের সকল দু'আ কবুল করে নিন। আমিন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)