অনির্ধারিত

ভালোবাসার স্পর্শ কোথা পাই?

ভালোবাসার স্পর্শ কোথা পাই?
love-300x287     জীবনটা যদি হয় একটা নদী তবে বলো তার লক্ষ্যটা কি? হারিয়ে যেতে চায় সে অজানায় তবু বারবার মেশে মোহনায়, জোয়ার-ভাঁটার জয়-পরাজয় সয়ে আমিও সেই নদী হতে চাই, বিন্দু বিন্দু স্বপ্নগুলো গড়ে সবার মন স্পর্শ করে যাই ভালোবাসার স্পর্শ কোথা পাই?...... <3

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)