বিবিধ

দুনিয়ার সাগর পাড়ি দেওয়ার সময় আল্লাহ কাউকে ছাড়বেনা, হিসাব দিতে হবে জীবনের সব ভালো এবং মন্দ কাজের।

দুনিয়ার সাগর পাড়ি দেওয়ার সময় আল্লাহ কাউকে ছাড়বেনা, হিসাব দিতে হবে জীবনের সব ভালো এবং মন্দ কাজের।
"সত্যের পক্ষে হে যুবক যুবতী। যৌবনের লিলা ভুমিতে কি তুমি ডুবে আছো? যৌবন অসহ্য জালাতনে তুমি নিজেকে কতোটুকু সামলাতে পেরেছো? তোমাকে চোখ দেয়া হয়েছে? এই চোখ দিয়ে তুমি কোথায় তাকাও? তোমাকে কান দেয়া হয়েছে তুমি কোন কাজে কান ব্যবহার করো? তোমাকে যৌবন দেয়া হয়েছে? তোমার যৌবন কোন পথে ব্যয় করো? তোমার করনীয় কি ছিলো, তুমি কর কি? কখনো ইসলামের গান শুনে মনটা নরম করেছো? নাকি নরকের গানে তুমি জাহান্নামের পথ বেচে নিয়েছে। এই দুনিয়াতে তুমি পাখির মতো যা ইচ্ছা তাই করতেছো। তবে, হে মুসলমান যুবক, যুবতী ভাই বোনেরা মনটা নরম করে সপে দাও আল্লাহর কাছে। তোমার গুনাহ যদি হয় পাহাড় সমাজ। আল্লাহর রহমত আসমান সমান। নোটঃ দুনিয়ার সাগর পাড়ি দেওয়ার সময় আল্লাহ কাউকে ছাড়বেনা। হিসাব দিতে হবে জীবনের সব ভালো এবং মন্দ কাজের। এখনও সময় আছে, কবরে গেলে হায়। হায়। করে চিৎকার করলেও তোমার কান্না কেউ শুনবেনা। এখনই সময় অস্রু ঝরাবার আল্লাহর পথে।"

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ