বিবিধ

ত্রুটি

ত্রুটি
¬-আপু কি করছো? আসব? উত্তরের অপেক্ষা না করেই রুমে প্রবেশ করে আদিবা। হাতে কফির মগ।আপু এই নাও তোমার কফি। -কিরে আদি অনুমতি না নিয়েই ঢুকলি যে?মুচকি হেসে জিগ্যেস করল দীপা। -আপু তুমি আমার আপু না! তোমার কাছে অনুমতি নিতে হবে? -আরে না তুমি আমার বোন না …… দুজনেই হেসে ওঠে। -তা আদি বুড়ি কি মনে করে সকাল সকাল আমার রুমে হানা দিয়েছো শুনি? -আপু আমি তোমার রুমে হানা দিলাম কখন?ঠোঠ ফুলিযে বলে ওঠে আদিবা। -আচ্ছা,আচ্ছা ঠিকাছে, আমার আদরের সোনা বোন কি কাজে এসেছিলে এবার বলো্ -আপু,আজকে তোমাকে দেখতে আসবে তুমি জান? -হুম,জানি।নির্লিপ্ত জবাব দেয় দীপা -এভাবে আর কত?আসবে দেখে যাবে,তারপর বলবে ….আর বলতে পারে না আদিবা।ঝরঝর করে কেদে ফেলে। দীপা,আদিবা তোরা কই?আজকে মেহমান বাসায় আসবে ঘরদোর একটু গোছগাছ করবি তা না সারাদিন দু্ই বোন মিলে খালি গল্প!বলতে বলতে বড় মেয়ের ঘরে প্রবেশ করেন আমিনা বেগম। ঘরে ঢুকেই চমকে ওঠেন তিনি।দুমেয়ের চোখেই পানি …..কি বলবেন বুঝে উঠতে পারছেন না….গত দুবছরে কতো ছেলেই না দেখে গেল মেয়েটাকে কিন্তু… এইতো দুমাস আগের ঘটনা, ছেলে পক্ষ মেয়ে দেখে পছন্দ হয়েছে বলে জানিয়ে দিল।তার কয়েকদিন পরেই জানিয়ে দেয় তারা এখানে ছেলে বিয়ে দিবেনা কারন জিগ্যেস করলে বলেছিল,আপনাদের সব কিছুই আমাদের পছন্দ হয়েছে।কিন্তু আমরা চাইনা আমাদের ভবিষ্যত প্রজন্ম প্রতিবন্ধী হোক। আমিনা বেগমের আর বুঝতে বাকি ছিল না যে ওরা তার প্রতিবন্ধী ছেলেকে দেখেই একথা বলেছে। এই একটা ত্রুটির কারনেই মেযেটার বিযে হচ্ছে না।কি করবেন তিনি!মেযেটার বয়স তো কম হল না,বিয়ে যে একটা দিতেই হবে….

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন